promotional_ad

সমস্যার সমাধান হলো কই?

promotional_ad

'এ' দলের মোড়কে শ্রীলঙ্কা জাতীয় দলে খেলা বেশীরভাগ ক্রিকেটার বাংলাদেশ সফর করে গেল। সেই তুলনায় তরুনদের নিয়ে গড়া প্রায় আদর্শ বাংলাদেশ 'এ' দলের সাথে তিনটি অনানুষ্ঠানিক টেস্ট ম্যাচের পর তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছে সফরকারীরা।


ঘরের মাঠে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলে লেগ স্পিন শুন্যতা পূরণে এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। সিরিজের শুরুতে ১৭ বছর বয়সী তরুন লেগ স্পিনার রিশাদ হোসেনকে স্কোয়াডে রাখা হয়েছিল।


দীর্ঘদেহী এই লেগ স্পিনারকে নিয়ে ইতিমধ্যেই অনেক কথা হয়েছে। নির্বাচকরা এই তরুন লেগ স্পিনারে সম্ভাবনা দেখেছিলেন বিধায় বয়স ভিত্তিক ক্রিকেটের পরীক্ষায় পাশ করার আগেই সরাসরি বাংলাদেশ 'এ' দলে সুযোগ দিয়েছিলেন। 


কিন্তু ম্যাচ খেলার সুযোগ হয়নি রিশাদের। রিশাদের বদলী হিসেবে আরেক তরুন অফস্পিনার নাইম হাসানকে একাদশ সুযোগ দেয়া হয়েছে। বলা যায়, বরাবরই স্পিন ভালো খেলা লঙ্কান ব্যাটসম্যানদের বিপক্ষে রিশাদকে বাজিয়ে দেখার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছেন নির্বাচকরা। 



promotional_ad

নির্বাচক হাবিবুল বাশার সুমন অবশ্য সম্ভাবনাময় লেগ স্পিনার রিশাদকে এত দ্রুত বড় পরীক্ষায় ফেলে দেয়ার পক্ষপাতী নন। 'রিশাদ খুব ভালো বোলার। হয়তো কিছুদিন সময় দিতে হবে। এই ছেলেটা একদমই নতুন। তাড়াহুড়ো করে কাউকে সুযোগ দিতে চাই না। 


'এই ভুলটা একবার করেছি, আর করতে চাই না। আন্তর্জাতিক ম্যাচে কেউই আপনাকে সুযোগ দেবে। তাইতো আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতিটা নিয়েই ওখানে যাওয়া উচিত। এই দুইজনের (রিশাদ ও লিখন) প্রতি আমাদের লম্বা পরিকল্পনা আছে। তাদের প্রস্তুত করেই আমরা আন্তর্জাতিক ক্রিকেটে পাঠাবো।'


রিশাদ না হোক, নির্বাচকদের সুযোগ ছিল জুবায়ের হোসেন লিখনকে বাজিয়ে দেখার। বিশেষ করে সিলেটের স্পিন স্বর্গের কথা চিন্তা করেই দল ভর্তি স্পিনার নিয়েছিল নির্বাচকরা। সেই দলে ছিলেন দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা লিখন। 


কিন্তু সিলেটের ম্যাচেও লেগ স্পিনারকে উপেক্ষা করে একাদশ সাজানো হয়। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে লিখনের জায়গায় সুযোগ মিলে বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের। ফলাফল, পাইপলাইনে থাকা মাত্র দুইজন লেগ স্পিনারের কেউই ম্যাচ খেলার সুযোগ পেল না।   



এই ইস্যুতে বরাবরের মতই, আশার বানী শোনালেন নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। তার বক্তব্য, 'দুইজন লেগ স্পিনার রিশাদ ও লিখন কেউই সুযোগ পায়নি। তবে ‍যুব দলের বিপক্ষে তারা খেলেছে। 


'সামনেই এইচপি দলের একটা সফর আছে শ্রীলঙ্কাতে। সেখানে তারা সুযোগ পাবে। আমরা সবাই জানি লেগ স্পিনার খুব গুরুত্বপূর্ণ।  বিশ্বকাপের আগে আামরা তাদের দেখবো। ‘এ’ দলের বিপক্ষে প্রতিযোগিতা বেশি থাকে, যারা ভালো করছেন তাদের সুযোগটা দিতে হয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball