promotional_ad

'এ' দলের পরিকল্পনাতেও বিশ্বকাপ

শ্রীলংকা 'এ' দল এবং বাংলাদেশ 'এ' দলের তৃতীয় ওয়ানডে। ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

শ্রীলংকা 'এ' দলের বিপক্ষে লড়াকু পারফর্মেন্স উপহার দিয়েছে বাংলাদেশ 'এ' দলের ক্রিকেটাররা। তিনটি প্রথম শ্রেণীর ম্যাচে ০-১ ব্যবধানে লড়াই করেই হেরেছে তারা। এরপরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ১-১ ব্যবধানে সিরিজ শেষ করে তারা।


যদিও সিরিজের পরিসংখ্যান দেখে ম্যাচ গুলোতে টাইগারদের পারফর্মেন্স বর্ণনা করা কঠিন, তারপরেও এই সিরিজে ব্যাটে-বলে লড়াকু মানসিকতায়ই পাওয়া গিয়েছে ক্রিকেটারদের। আর তাতেই স্বস্তি খুঁজে পাচ্ছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। হোম অফ ক্রিকেটে সোমবার সাংবাদিকদের তিনি জানান,


'এ দলের পারফর্মেন্স মোটামোটি সন্তোষজনক। শ্রীলংকা ভালো দল নিয়ে এসেছিল, কিন্তু আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা চালিয়েছি সিরিজটিতে। আমাদের ভবিষ্যত নিয়ে কিছু প্ল্যান আছে। কিছু খেলোয়াড় তো আমাদের তৈরি করতে হবে। এই সিরিজটা দিয়ে সেটাই আমরা দেখতে চেয়েছিলাম। 



promotional_ad

'একদম খারাপ হয়নি, শেষ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছে আর দ্বিতীয় ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। এখন পর্যন্ত যা পেয়েছি তাতে সন্তুষ্ট বলা যায়। সামনে আয়ারল্যান্ড সিরিজ আছে সেটার জন্য অপেক্ষায় আছি।' 


একইসাথে 'এ' দলের বিভিন্ন সিরিজের মাধ্যমে টাইগারদের পাইপলাইন শক্ত অবস্থানে যাবে বলেই মনে করছেন সাবেক এই অধিনায়ক। ২০১৯ সালের বিশ্বকাপ ছাড়াও সিনিয়রদের বিদায়ের পরে দল কেমন হবে, এটা নিয়েই মূল চ্যালেঞ্জ বিসিবির। তবে বিশকাপেও দল পেতে পারে ব্যাকআপ ক্রিকেটার। 'এ' দল নিয়ে পরিকল্পনার ব্যাপারে বাশার জানান, 


'দুই বছরের প্ল্যান নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সামনে আমাদের দল কেমন হতে পারে, ভবিষ্যতে কারা খেলবে এই পরিকল্পনা মাথায় রেখেই সামনে যাচ্ছি আমরা। কারন এখন যারা খেলছে তারা ভালোই খেলছে। সামনে ওয়ার্ল্ড কাপ, বলতে গেলে দল প্রায় সাজানোই আছে বিশ্বকাপের জন্য। 



'বেশ কয়েকজন খেলোয়াড়কে পেয়েছি আমরা, যারা বিশ্বকাপে দলের জন্য কাজে আসতে পারে। আগে অবশ্য এমন খেলোয়াড় ব্যাকআপ হিসেবে পেতামনা আমরা। তাই এ দলের খেলাগুলা গুরুত্বপূর্ণ। সবাইকে পরীক্ষা করে দেখতে পারি, আবার ছেলেদের জন্যও সুযোগ থাকে নিজেদেরকে প্রমান করার। এই পর্যায়ে কিভাবে খেলতে হবে সেটাও তারা বুঝতে পারেন।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball