promotional_ad

আবারও স্পিনারদের কাছে ধরাশায়ী আফ্রিকা

promotional_ad

অবশেষে ঘরের মাঠে অনুষ্ঠিত টেস্ট সিরিজে সফরকারী দক্ষিন আফ্রিকাকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে ১৯৯ রানের বিশাল জয় তুলে নেয় স্বাগতিকরা।


৪৯০ রানের লক্ষ্যে আফ্রিকানদের ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। তবে ব্যাটিং ব্যর্থতায় চতুর্থ দিন ২৯০ রানেই অলআউট হয়ে যায় সফরকারী দক্ষিন আফ্রিকা। ব্যাটসম্যানরা সকলে খুব দ্রুত সাজঘরে ফিরে গেলেও ব্যাট হাতে এক প্রান্ত আগলে রেখেছিলেন থিউনিস ডি ব্রুন।


তবে শেষ রক্ষা করতে পারেননি দলকে। ২৩২ বল খেলে ১০১ রানের অসাধারণ ইনিংস খেলে অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ বলে আউট হন তিনি। তার সাথে সঙ্গী হিসেবে বেশ কিছু সময় ধরে উইকেটে ছিলেন টেম্বা বাভুমা।


promotional_ad

তাকে বেশিক্ষণ মাঠে রাখেননি হেরাথ। ৯৮ বলে ৬৩ রান তোলা এই ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে দেন এই শ্রীলঙ্কান বর্ষীয়ান স্পিনার। আর দ্বিতীয় ইনিংসে বোলিং করতে নেমে নিজের ঝুলিতে ছয়টি উইকেট তুলে নেন তিনি।


এর আগে কলম্বো টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কেশভ মহারাজের রেকর্ড গড়া বোলিংয়ে স্বাগতিকদের প্রথম ইনিংসে ৩৮০ রানে আটকে দেয় প্রোটিয়ারা। প্রথম ইনিংসে ৪১.১ ওভার বোলিং করে নয় উইকেট তুলে নেন মহারাজ।


এক ইনিংসে সর্বোচ্চ নয় উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড করেন তিনি। এরপর ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ১২৪ রানে অলআউট হয়ে যায় আফ্রিকানরা। আর শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত বোলিং করেছেন দিলরুয়ান পেরেরা এবং আকিলা ধনঞ্জায়া। দুই জনেই যথাক্রমে চারটি এবং পাঁচটি করে উইকেট নিয়েছেন।


এ টেস্টে ম্যাচ সেরা হয়েছেন শ্রীলঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে। পাশাপাশি দুই টেস্টে ৩৫৬ রান করে সিরিজ সেরার পুরস্কারটিও নিজের করে নেন করুনারত্নে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball