বৃষ্টি বাঁধায় পড়তে পারে প্রথম ওয়ানডে

ছবি: গায়ানা-সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নাস্তানাবুদ হওয়ার গ্লানি কাটাতে ওয়ানডে সিরিজে যে টাইগারদের ভালো খেলতে হবে তা বলাই বাহুল্য।
আর তাদের সেই পরীক্ষা শুরু হচ্ছে আজ থেকেই। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায় ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে মাশরাফি বিন মর্তুজার দল।
তবে এই ম্যাচের আগে টাইগারদের জন্য দুঃসংবাদের কারণ হিসেবে দেখা দিয়েছে গায়ানার আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা গেছে আজ গায়ানার আকাশ সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে।

সকালে এক পশলা বৃষ্টির পর দুপুর পর্যন্ত মেঘলা থাকবে আকাশ বলে জানা গেছে। এছাড়াও বিকেলের দিকে থেমে থেমে বৃষ্টি আসার সম্ভাবনাও রয়েছে।
বৃষ্টি বাগড়া দিলে ম্যাচটির ওভার কমিয়ে আনা হতে পারে। সেক্ষেত্রে কপাল পুড়বে বাংলাদেশেরই। কেননা নিজেদের প্রমাণ করার উপলক্ষ হিসেবেই এই ম্যাচ বিবেচিত হচ্ছে তাদের।