সিরিজ নির্ধারনী ম্যাচে খেলবেন সোহাগ গাজি?

ছবি: 'এ' দলের ক্রিকেটাররা

সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে শ্রীলংকা 'এ' দলের বিপক্ষে রবিবার মাঠে নামছে বাংলাদেশ 'এ' দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯ টায় শুরু হবে এই ম্যাচ।
এই মুহূর্তে সিরিজে ১-১ সমতায় দুইটি দল। সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ 'এ' দল দুই রানের ব্যবধানে জিতেছে। এরপরের ওয়ানডেতে ৬৭ রানের ব্যবধানে হেরেছে তারা।
রবিবারের খেলায় যে দল জিতবে তারাই সিরিজ জয় করবে। কাজেই ম্যাচ জেতা সহজ হবে না টাইগারদের জন্য। এদিকে শেষ ওয়ানডের জন্য দুদিন আগেই স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দীর্ঘদিন পরে দলে ডাক পেয়েছেন স্পিনার সোহাগ গাজি। গত দুইদিন সিলেটের স্টেডিয়ামে তাকে নিবিড় অনুশীলনেও দেখা যায়। শেষ ওয়ানডেতে মাঠে নামার প্রবল সম্ভাবনা আছে তার।
এছাড়া এই ম্যাচে অনেকটা শেষ সুযোগ সৌম্য সরকারের। জাতীয় দলের এই ওপেনার দীর্ঘদিন ধরেই অফফর্মে ভুগছেন। সিরিজের শেষ ম্যাচে রান করতে পারলে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পাবেন তিনি।
বাংলাদেশ 'এ' দলের শেষ ম্যাচের স্কোয়াডঃ- সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, খালেদ আহমেদ, নাঈম হাসান, শরিফুল ইসলাম, আল আমিন জুনিয়র, জাকির হোসেইন, ফাজলে রাব্বি, সাইফ হাসান, মিজানুর রহমান, আরিফুল হক, সাইফ উদ্দিন, সোহাগ গাজি, সানজামুল ইসলাম।