একাদশ নির্বাচনেও পরীক্ষায় বাংলাদেশ

ছবি: প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে দলপতি মাশরাফি বিন মর্তুজার উপস্থিতিতে অনুপ্রেরণা খুঁজছে বাংলাদেশ দল। একই সঙ্গে ভীতিও কাজ করছে টাইগারদের মনে।
কেননা টেস্ট সিরিজে দাঁড়াতেই পারেনি তামিম-মুশফিকরা। যদিও রবিবারের ম্যাচের আগে একটা বিষয়ে অনুপ্রেরণা খুঁজে পাচ্ছে বাংলাদেশ। আর তা হচ্ছে ওয়ানডে ম্যাচের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে টাইগারদের জয়।
ম্যাচের আগে ভাবনার সীমানা নেই টাইগারদের। কে হবেন টাইগার ওপেনার তামিম ইকবালের সঙ্গী? এটা নিয়েও চলছে গুঞ্জন। কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু শনিবার ইঙ্গিত দিয়েছেন ওপেনিং জুটিতে পরিবর্তনের।
আর ইঙ্গিত মোতাবেক, ধারনা করা হচ্ছে প্রথম ওয়ানডেতে বেঞ্চে বসে থাকতে হতে পারে লিটন দাসকে। যদিও ওয়ানডে সিরিজ শুরুর পূর্বে প্রস্তুতি ম্যাচে তার পারফর্মেন্স ছিল উজ্জ্বল। প্রস্তুতি ম্যাচে ৭০ রান করেছিলেন তিনি।

এবার যদি লিটন একাদশে না থাকেন সেক্ষেত্রে কপাল খুলছে উইকেটরক্ষক এনামুল হক বিজয়ের। তামিম ইকবালের সঙ্গে নতুন করে জুটি বাঁধবেন এই ব্যাটসম্যান। অবশ্য এনামুল আর লিটন দুজনই খেলতে পারেন।
সেক্ষেত্রে একজনকে নামতে হবে তিন নম্বরে। তাহলে আবার সাব্বির রহমান বাদ পড়তে পারেন, কেননা অফস্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের বোলিং প্রয়োজন আছে দলের।
একই কারণে একাদশে থাকতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকতও। যদিও দল যদি শেষের দিকে ফিনিশার চায় তাহলে মোসাদ্দেক থেকে এগিয়ে থাকবেন সাব্বির। আবার তিন নম্বরে নামার সম্ভাবনাও আছে সাব্বিরের!
বিজয় একাদশে থাকার আরেকটি জোরালো কারণ মাশরাফি। দেশ ছাড়ার আগে মিডিয়ার সামনে মাশরাফি চেয়েছিলেন বিজয় এবার ফর্মে ফিরুক। যেন ওপেনিং সমস্যা কাটে বাংলাদেশের। তবে প্রস্তুতি ম্যাচে লিটনের রান পাওয়াটা সমীকরণে ফেলছে একাদশ নির্বাচকদের।
এছাড়া সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম একাদশে একেবারে নিশ্চিতভাবেই খেলছেন। মাশরাফিসহ খেলবেন দলের নিয়মিত বোলাররাও।
সম্ভাব্য একাদশঃ- তামিম ইকবাল, লিটন দাস/ এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।