promotional_ad

ধারাবাহিকতা বজায় রাখতে আত্মপ্রত্যয়ী লিটন

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল
promotional_ad

ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশের বিপক্ষে শুক্রবারে চার উইকেটের জয় পেয়েছে টাইগাররা। এদিনে ৭০ রান করেন টাইগার ওপেনার লিটন দাস।


আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশ নির্ধারিত ৫০ ওভারে করে নয় উইকেটে ২২৭ রান। টাইগার বোলারদের পক্ষে এদিনে সফল ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ১৪ রান খরচায় চার উইকেট তুলে নেন তিনি। 


জবাবে ব্যাট করতে নেমে ৪৩.৩ ওভারেই জয় সুনিশ্চিত করে বাংলাদেশ। মুশফিকুর রহিম এদিনে অপরাজিত ছিলেন ৭৫ রানে। এছাড়া শুরু থেকেই দাপট দেখানো লিটন কুমার দাস করেন ৭০ রান। আর নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৪৩ রান।



promotional_ad

সব মিলিয়ে প্রস্তুতি দারুণ হয়েছে মনে করছেন লিটন দাস। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, 'মূল ম্যাচের আগে এই ম্যাচটা অনুশীলন ম্যাচ হিসেবে আমাদের সামনে ছিল। এখান থেকে আমরা বেশ ভালো প্রস্তুতি নিয়েছি। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি লম্বা সময় উইকেটে থাকার। 


'কেননা ওয়ানডে ম্যাচে আমাকে লম্বা সময় উইকেটে থাকতে হবে, আর এটার জন্যই আমি প্রস্তুতি নিচ্ছিলাম। আর সব মিলিয়ে ফিল্ডিং বলেন, বা ব্যাটিং-বোলিং সব মিলিয়ে দারুণ একটা ম্যাচ খেলেছি। সামনের সিরিজে আমরা নিজেদের এমন খেলাটাই এগিয়ে নেওয়ার চেষ্টা করবো।'


এদিকে এই ম্যাচে মাঠে নামেননি নিয়মিত অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা এবং সহ-অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। 



ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২ই জুলাই সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ দল। পরের দুই ওয়ানডে খেলবে যথাক্রমে ২৫ ও ২৮ জুলাই। দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ নিশ্চিতভাবেই সিরিজে ফিরতে চাইবে ওয়ানডে ম্যাচগুলো জিততে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball