স্বস্তির জয় পেল টাইগাররা

ছবি: প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল

আগামী রবিবার সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ। তার আগে প্রস্তুতি খারাপ হয়নি টাইগারদের। ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশের বিপক্ষে শুক্রবারে চার উইকেটের জয় পেয়েছে টাইগাররা।
এদিনে অবশ্য মাঠে নামেননি নিয়মিত অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা এবং সহ-অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। টস জিতে আগে ফিল্ডিং বেছে নেন অধিনায়ক মাহমুদউল্লাহ।
আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশ নির্ধারিত ৫০ ওভারে করে নয় উইকেটে ২২৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন ওটেলি ৫৮। এছাড়া হজ করেন ৪৪ রান। জাঙ্গো করেন ৩৬ রান।

টাইগার বোলারদের পক্ষে এদিনে সফল ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ১৪ রান খরচায় চার উইকেট তুলে নেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে ৪৩.৩ ওভারেই জয় সুনিশ্চিত করে বাংলাদেশ।
মুশফিকুর রহিম এদিনে অপরাজিত ছিলেন ৭৫ রানে। এছাড়া শুরু থেকেই দাপট দেখানো লিটন কুমার দাস করেন ৭০ রান। আর নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৪৩ রান। স্বাগতিকদের পক্ষে দুই উইকেট নেন পাওয়েল।
২২ই জুলাই প্রথম ওয়ানডে খেলা বাংলাদেশ দল পরের দুই ওয়ানডে খেলবে যথাক্রমে ২৫ ও ২৮ জুলাই। দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ নিশ্চিতভাবেই সিরিজে ফিরতে চাইবে ওয়ানডে ম্যাচগুলো জিতে।