টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ছবি:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে গা গরম করে নেয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। ক্রিস গেইল ও আন্দ্রে রাসেলদের মত তারকাদের নিয়ে সাজানো ওয়েস্ট ইন্ডীজ ভাইস চ্যান্সেলর একাদশের বিপক্ষে লড়বে টাইগাররা।
খেলাটি বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়ার কথা। ইতিমধ্যে টসে জিতে ফিল্ডীং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি ও আবু জায়েদ রাহী।
ভাইস চ্যান্সেলর একাদশ: চ্যাডউইক ওয়াল্টন (অধিনায়ক), ক্রিস গেইল, ওজে শিল্ড, ওশেন ওয়াল্টার্স, আন্দ্রে রাসেল, আমির জঙ্গু, ইয়ানিক ওটলি, জারলানি সার্লস, নিকোলাস কিরটন, বিকাশ মদন, কাভেম হজ, জারমেইন লেভি ও গিলন টাইসন।