হুমকির মুখে গল ক্রিকেট স্টেডিয়াম?

ছবি: ছবিঃ- গেটি ইমেজ

উইকেট বিতর্ক পিছুই ছাড়ছে না শ্রীলংকার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের পরে নতুন করে আলোচনায় এসেছে স্টেডিয়ামটি।
উল্লেখ্য, কিছুদিন আগেই গলে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে দু’দল। সেই ম্যাচে টস জিতে স্বাগতিক শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে দ্বিমুথ করুণারত্নের ১৫৮ রান ছাড়া বাকি দশ ব্যাটসম্যান আশা যাওয়ার ব্যস্ত ছিলেন।
সব মিলিয়ে প্রথম দিনে সব উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করতে সমর্থ হয় স্বাগতিক শ্রীলংকা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১২৬ রানেই অলআউট হয় সফরকারী দক্ষিণ আফ্রিকা।

প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিসের ৪৯ রান ছাড়া বিশ রানও অতিক্রম করতে পারেনি কেউ। প্রথম ইনিংসের ১৬১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলংকা পরের ইনিংসে যোগ করে আরও ১৯০ রান।
সব মিলিয়ে আফ্রিকার সামনে লিড দাঁড়ায় ৩৫১ রান। জবাবে লঙ্কান অফ-স্পিনার দিলরুয়ান পেরেরার বলে দিশেহারা আফ্রিকা ১০০ রানও করতে পারেনি। দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান করেন পেসার ভার্নন ফিলেন্ডার (২২ রান)।
৭৩ রানেই অল আউট হয় তারা। লঙ্কানরা তিনদিনেই জিতে নেয় গল টেস্ট। দিলরুয়ান পেরেরা একাই তুলে নেন ছয় উইকেট। আরেক অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ নেন তিন উইকেট।
লঙ্কান মিডিয়ায় জোর গুঞ্জন, আন্তর্জাতিক ম্যাচ আর নাও হতে গলে। কেননা উইকেটের আচরণ বরাবরই প্রশ্নবিদ্ধ এই স্টেডিয়ামটিতে। যদিও আইসিসি এখনো গলের উইকেটের ব্যাপারে কিছু জানায়নি, তবে লঙ্কান মিডিয়ার দাবী এমনটাই সিদ্ধান্ত হতে পারে আইসিসির।
উল্লেখ্য, গলে বেশ কিছু সুখস্মৃতি আছে বাংলাদেশের। প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকর ডাবল সেঞ্চুরি হয়েছিলো এই মাঠেই। শ্রীলঙ্কার সাথে প্রথম ড্র হয়েছিলো এই স্টেডিয়ামেই।