promotional_ad

পুরস্কার নিয়ে বিতর্কে বিকেএসপি

promotional_ad

২০১৭ সালে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের বেশ কিছু খেলোয়াড় ক্রীড়াঙ্গনে অবদান রেখেছেন। আন্তর্জাতিক পর্যায়ে ভালো কিছু করার মাধ্যমে দেশের নামও উজ্জ্বল করতে সক্ষম হয়েছেন অনেকে। আর তার মধ্য থেকে বেশ কিছু খেলোয়াড়কে পুরস্কৃত করেছে বিকেএসপি।


যাদের মধ্যে বর্তমানে প্রশিক্ষনরত শিক্ষার্থীরাও ছিলেন। সতের জন ছেলে এবং দশজন মেয়ে নিয়ে সর্বমোট ২৭ জন খেলোয়াড়কে এই সম্মামনা প্রদান করে বিকেএসপি। ক্রীড়া বিভাগের মোট ১৭টি অংশের খেলোয়াড়দের পুরস্কার হিসেবে অর্থ এবং সনদ প্রদান করে তারা।


এই তালিকায় বাংলাদেশ ক্রিকেট বিভাগের দুই খেলোয়াড় আমিনুল ইসলাম বিপ্লব ও নাহিদা আক্তারকে রাখা হয়েছে। তবে নির্বাচিত এ ক্রিকেটারদের নিয়ে তৈরি হয়েছে অনেক বিতর্ক। ক্রিকেট বিভাগের নির্বাচন করা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিটনেস ট্রেইনার ইফতেখারুল ইসলাম।



promotional_ad

তার মতে ক্রিকেটার আফিফ হোসেন শুভ ও জাকির হাসান নির্বাচিতদের তালিকায় থাকার কথা ছিল। কিন্তু তালিকায় তাদের নাম না দেখে অনেক অবাক হয়েছেন বোর্ডের ফিটনেস ট্রেইনার।  সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে একটি পোস্ট করে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি।


এছাড়া প্রতিবাদের জন্য বিকেএসপির সাবেক শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান ইফতেখারুল ইসলাম। আর তার এই স্ট্যাটাসের পর বিকেএসপির সাবেক ছাত্র-ছাত্রীদের মধ্যে ইতিমধ্যে এ নিয়ে বেশ ক্ষোভের সৃষ্টি হয়েছে।


পাঠকদের সুবিধার্থে বিভাগ অনুযায়ী নির্বাচিত খেলোয়াড়দের তালিকা নিম্নে উল্লেখ করা হল।



২০১৭ সালের নির্বাচিত খেলোয়াড়রা হলেন- আর্চারিতে মো. তামিমুল ইসলাম ও রাদিয়া আক্তার শাপলা, এ্যাথলেটিক্সে মো. হাসান মিয়া ও জান্নাতুল, বাস্কেটবলে মো. শাহিনুর রহমান, বক্সিংয়ে জান্নাতুল ফেরদৌস ও মো. আব্দুল জাব্বার, ক্রিকেটে আমিনুল ইসলাম বিপ্লব ও নাহিদা আক্তার, ফুটবলে মো. রহমত মিয়া ও আঁখি খাতুন, জিমন্যাস্টিক্সে মো. শিশির আহমেদ ও নূর আক্তার বানু, হকিতে মো. আরশাদ হোসেন, জুডোতে ডসুইশিং চৌধুরী কান্তা ও ক্য ক্য মারমা, কারাতেতে জর্জিস আনোয়ার নাঈম, শ্যূটিংয়ে অর্নব শারার লাদিফ ও তুরিং দেওয়ান, সাঁতারে মো. আরিফুল হক ও সুরাইয়া আক্তার, টেবিল টেনিসে মো. রিফাত মাহমুদ সাব্বির, তায়কোয়ানদোতে মো. মামুনুর রশিদ, টেনিসে মো. জুবায়েদ হোসেন ও জেরিন সুলতানা জলি, ভলিবলে মো. জাবির বিন কবির এবং উশুতে মো. ওমর ফারুক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball