ক্রিকেটার তৈরির কারখানা বানাচ্ছেন শচিন

ছবি:

ইংলিশ কাউন্টি ক্লাব মিডলসেক্সের সঙ্গে য???থ উদ্যোগে একটি নতুন ক্রিকেট একাডেমী তৈরি করছেন ভারতের ক্রিকেট কিংবদন্তী শচিন টেন্ডুলকার। মূলত মিডলসেক্সের দীর্ঘদিনের চাওয়াতেই একাডেমী তৈরিতে রাজি হয়েছেন শচিন।
৯ থেকে ১৪ বছরের ক্ষুদে ক্রিকেটারদের জন্যই তৈরি হচ্ছে টেন্ডুলকার মিডলসেক্স গ্লোবাল একাডেমী নামের এই ক্রিকেটার তৈরির কারখানা। যার সরাসরি তত্ত্বাবধান করবেন টেন্ডুলকার। এই বিষয়ে মিডিয়াকে জানান,

'আমাদের উদ্দেশ্য শুধু ভালো ক্রিকেটার তৈরি করা নয়, ভালো নাগরিক তৈরি করাও আমাদের উদ্দেশ্য। মিডেলসেক্স এবং আমি চেষ্টা করবো আমাদের ছাত্রদের সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট শিক্ষা দিতে।'
এদিকে শচিনের মতো একজন কিংবদন্তীকে সাথে পাওয়ায় উচ্ছ্বসিত মিডলসেক্সের প্রধান নির্বাহী রিচার্ড গোটলে। জানা গেছে, ভারতের মুম্বাইতেও ক্যাম্পিং করা হবে অল্প বয়সী ক্রিকেটারের খোঁজে।
এছাড়া সামনের আগস্টের আগে মুম্বাইয়ের পাশাপাশি ইংল্যান্ডের লন্ডনেও ক্যাম্পিং করা হবে। একশ সেঞ্চুরির মালিক শচিন টেন্ডুলকারের দীক্ষা নিতে অসংখ্য তরুণ এই একাডেমীতে যোগ দেবে, বলাই যায়!