মাঝপথেই দেশে ফিরছেন হারিস সোহেল

ছবি:

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের মাঝপথেই দেশে ফিরে যাচ্ছেন ব্যাটসম্যান হারিস সোহেল। নিজের মেয়ের অসুস্থতার জন্যই দেশে ফিরে যাচ্ছেন পাকিস্তানী এই ক্রিকেটার।
তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে দলে ছিলেন না এই ব্যাটসম্যান। তৃতীয় ওয়ানডে শুরু হওয়ার আগের দিনই বোর্ডের কাছে দেশে ফেরার অনুরোধ করেন তিনি।
বোর্ডও তার কথায় প্রাধান্য দিয়েছে। ফলে সিরিজের বাকী তিনটি ওয়ানডেতে তাকে পাচ্ছে না দল। অবশ্য তার বদলে আরেক ক্রিকেটারকে জিম্বাবুয়েতে পাঠাচ্ছে বোর্ড। কিন্ত নতুন ক্রিকেটার কে তা জানা যায়নি এখনো।
এদিকে সিরিজের প্রথম দুইটি ওয়ানডে ম্যাচ জিতে দারুণ ফুরফুরে মেজাজে আছে পাকিস্তান। বুধবার বাংলাদেশ সময় দুপুর ১.১৫ মিনিটে বুলাওয়েতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুটি দল।

আর এই ম্যাচ জিতেই সিরিজ জয় করতে চায় পাকিস্তান। ম্যাচের আগে দারুণ এক মাইলফলকের সামনে পাক অলরাউন্ডার শোয়েব মালিক। আর মাত্র তিন রান হলেই ওয়ানডে ক্রিকেটে ৭০০০ রান পূর্ণ হবে তার।
ম্যাচটিতে ঘুরে দাঁড়াতে চাইবে জিম্বাবুয়েও। যদিও পরিষ্কারভাবে পেছনে থেকেই ম্যাচটি শুরু করবে তারা।
সম্ভাব্য একাদশঃ-
জিম্বাবুয়েঃ- ব্রায়ান চ্যারি, চামু চিবাবা, হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), তারিসাই মুসাকান্দা, পিটার মুরে, রায়ান মারে (উইকেটরক্ষক), ডোনাল্ড তিরিপানো, লিয়াম রোচ, ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই চাতারা , ব্লেসিং মুজারাবানি।
পাকিস্তানঃ- ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটকিপার), শাদাব খান / ইয়াসির শাহ, ফাহিম আশরাফ, হাসান আলী, মোহাম্মদ আমির / জুনায়েদ খান, উসমান খান।