promotional_ad

তিন ফরম্যাটেই সর্বোচ্চ রানের লক্ষ্য তামিমের

promotional_ad

তিন ফরম্যাটেই বাংলাদেশের সেরা রান সংগ্রাহক হতে চান টাইগার ওপেনার তামিম ইকবাল খান। জনপ্রিয় সংবাদ পোর্টাল ক্রিকইনফোর মুখোমুখি হয়েছেন তামিম, আর সেখানেই তিনি জানিয়েছেন এমনটা।


ক্রিকইনফোর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই ভিডিও বার্তায় নিমোক্ত ২৫ টি প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সেখানেই তামিম সম্পর্কে আরও কিছু বিষয় জানা গেলো...


১। চট্টগ্রামে আপনার প্রিয় খাবারের জায়গা কোনটি?
--> দম ফুক।
২। ড্রেসিং রুমের কোন বিষয়টা আপনি নতুন করে সংযুক্ত করতে চান?
--> সঙ্গীত।
৩। আপনার রান্না করা সবচেয়ে মজার খাবার কি?
--> স্মুথিস।
 
৪। কোন ধরণের ব্যায়াম আপনার পছন্দ হয় না?
--> ওয়ার্ম আপ।
৫। বাংলাদেশের কোন ক্রিকেটার সবসময় ফোনের দিকে তাকিয়ে থাকে?
--> সবাই (একটু ভেবে...)।
৬। গলির ক্রিকেটের একটি নিয়ম বলেন...
--> শুধু স্ট্রেট (সোজা) সিক্স আছে সেই খেলায়।


৭। কোনো বিখ্যাত লোক কি আছে যাদের সাথে আপনি দেখা করতে চান?
--> হ্যাঁ। ক্রিশিয়ানো রোনালদো আর রজার ফেদেরার।
৮। টেস্ট ক্রিকেটে দুই বলের মাঝামাঝি সময়ে কি করতে পছন্দ করেন?
--> এমন কোথাও তাকাতে চাই যেখানে রিল্যাক্স থাকা যায়। 
৯। আপনার নামে যদি সিনেমা বানানো হয়, তবে সেখানে কাকে অভিনেতা হিসেবে দেখতে চান?
--> সালমান খান (হাসি...)।



promotional_ad

১০। যে ক্রিকেট বোঝে না, তাকে আপনি কিভাবে ক্রিকেট বোঝান?
--> আমি তখন  ক্রিকেটকে বেজ বলের সঙ্গে তুলনা করি, যেন ক্রিকেটটা তারা আর না বোঝে (হাসি...)।
১১। কোন ধরণের আউট আপনার অপছন্দের?
--> রান আউট।
১২। আপনার যদি অসিম কোনো ক্ষমতা থাকতো, তাহলে সেটা কি?
--> সব বলে ছয় মারতে পারতাম।


১৩। ছক্কা মারার প্রধান শর্ত কি?
--> শতভাগ নিশ্চিত হয়ে হাঁকানো।
১৪। আপনার হাঁকানো সেরা ছয় কোনটা?
--> ২০০৭ সালের বিশ্বকাপে জহির খানকে হাঁকানো ছয়
১৫। কোথায় ছুটি কাটাতে ভালোবাসেন?
--> লন্ডন।


১৬। ক্যারিয়ার শেষে কোন রেকর্ডটি নিজের নামে করে নিতে চান?
--> বাংলাদেশের হয়ে সব ফরম্যাটে সর্বোচ্চ রান।
১৭। বাংলাদেশের পরে কোন দেশের বিরিয়ানি ভালো লাগে?
--> ভারত।
১৮। ফোনে কোন অ্যাপ বেশি ব্যবহার করেন?
--> হোয়াটস অ্যাপ।


১৯। কখনো ছদ্মবেশে রাস্তায় নেমেছেন?
--> হ্যাঁ, পরিচয় গোপন রাখতে ভালো লাগে।
২০। মাশরাফির সাথে নদীতে সাঁতার কেটে জিততে পারবেন?
--> অবশ্যই না (হাসি...)।
২১। কোন ধরণের গান শুনতে ভালো লাগে ব্যাট করতে আসার আগে?
--> গান তেমন শুনি না। প্রথম বল মোকাবেলা করার আগে সবসময় নার্ভাস থাকি।



২২। ব্যাটসম্যান বোলারদের চাইতে কম চাপে থাকে কিভাবে?
--> তারা সবকিছু ভালোভাবে বোঝে।
২৩। টিভিতে যখন খেলা দেখেন স্ট্যাম্প মাইকে কার কণ্ঠস্বর শুনতে ভালো লাগে?
--> মহেন্দ্র সিং ধোনি।
২৪। আপনি অনেক স্বাস্থ্য সচেতন। কোন খাবারটা আপনাকে এটার থেকে দূরে রাখতে চায়?
--> মুরগির রোস্ট (হাসি...)।


২৫। বাংলাদেশী বোলাররা ক্যাচ মিস করলে যেমন করে তেমন কোন অভিনয় করে দেখাতে পারবেন? 
--> হ্যাঁ একটা পারবো। তাসকিন যখন ক্যাচ উঠলে সেটা মিস না যাওয়ার জন্য দুই হাত তুলে স্রষ্টার কাছে মোনাজাত করে সেটা (হাসি...)।


(সূত্রঃ- ক্রিকইনফো)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball