র্যাঙ্কিংয়ে চমক দেখালেন নাহিদা

ছবি:

সুসময় পার করছেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের ক্রিকেটাররা। কিছুদিন আগে মেয়েরা জিতেছিল এশিয়া কাপ। এরপরে আয়ারল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে সিরিজ জিতে বাঘিনীরা।
আর কিছুদিন আগেই টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে শিরোপা জিতে টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে মেয়েরা। দলীয় পারফর্মেন্সে দারুণ করার পাশাপাশি ব্যক্তিগত অর্জনও দারুণ মেয়েদের।
টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে সেরা বোলারদের তালিকায় এবার পাঁচ নম্বরে উঠে এসেছেন দলের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। ১৮ বছর বয়সী এই স্পিনারের রেটিং পয়েন্ট বর্তমানে ৫৯৯।

এরই সাথে র্যাঙ্কিংয়ে চতুর্থ অবস্থানে থাকা পাকিস্তানি অফস্পিনার আনাম আমিনকে (৬০২ পয়েন্ট) হুমকি দিচ্ছেন তিনি। হয়তো সামনেই চতুর্থ স্থানে উঠে যাবেন তিনি।
এই তালিকায় এক নম্বর অবস্থানে আছেন অস্ট্রেলিয়ান পেসার মেগান স্কাট। তবে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে সেরা পাঁচে একমাত্র নাহিদাই বাঁহাতি স্পিনার।
শীর্ষে আছেন একজন পেসার। এছাড়া বাকি তিনজনের মধ্যে দুইজন অফস্পিনার ও একজন লেগস্পিনার। সদ্যসমাপ্ত টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে পাঁচ ম্যাচে সাত উইকেট নেন নাহিদা।
এছাড়া তিন বছরের ক্যারিয়ারে ২৪ টি ম্যাচ খেলে মোট ২৭ টি উইকেট নিয়েছেন তিনি। অবশ্য র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে রুমানা আহমেদ, অধিনায়ক সালমা খাতুন, পান্না ঘোষ ও ফাহিমা খাতুনেরও। সেরা ২০ বোলারের মধ্যেই জায়গা করে নিয়েছেন তারা।