দারুণ শুরুর পর ফিরলেন লিটন

ছবি:

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৯ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ দল। ফলে টাইগারদের জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে ৩৩৫ রানের।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার তামিম ইকবালের উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এই ওপেনার কোনো রান না করেই জেসন হোল্ডারের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন।
দ্বিতীয় উইকেট জুটিতে দারুণ এক জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন লিটন দাস ও মমিনুল হক। এই দুজনে যোগ করেন ৩৮ রান। ব্যক্তিগত ৩৩ রানে লিটন কিমো পালের বলে শাই হোপের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।
১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৪০ রান। সাকিব ২ ও মমিনুল ৭ রান করে অপরাজিত আছেন।
এদিকে, ক্যারিবিয়ানদের অল আউট করার পেছনে সবচেয়ে বড় অবদান টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের। তিনি একাই দখল করেছেন ৬ উইকেট। আগের দিনই প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ব্রাথওয়েটকে সাজঘরে ফিরিয়েছিলেন সাকিব।

আজ ডেভন স্মিথ, কিমো পাল, কিরন পাওয়েল, মিগুয়েল কমিন্স ও শ্যানন গ্যাব্রিয়েলের উইকেট তুলে নিয়েছেন এই টাইগার অলরাউন্ডার। তাকে বল হাতে মিরাজ তাইজুলরা যোগ্য সঙ্গ দেয়ায় অল্প রানের ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দিতে সক্ষম হয় বাংলাদেশ।
টাইগার বোলারদের মধ্যে সাকিব ছাড়া ২ টি উইকেট নিয়েছেন মেহেদী হাসান, একটি করে উইকেট গেছে আবু জায়েদ ও তাইজুল ইসলামের ঝুলিতে। এর আগে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৫৪ রানের বড় পুঁজি পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
জবাবে বাংলাদেশ দল মাত্র ১৪৯ রানে অল আউট হয়ে যায়। টাইগাররা ফলো অনে পড়লেও ক্যারিবিয়ানরা নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে। বাংলাদেশের চেয়ে ২০৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ একাদশঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, কাজী নুরুল হাসান সোহান, আবু জায়েদ রাহী।
ওয়েস্ট ইন্ডিজ একাদশঃ
জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্র্যাথওয়েট, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডাওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমেয়ার, শাই হোপ, কিমো পল, কাইরন পাওয়েল, ডেভন স্মিথ।