অবশেষে ফিল্ডিং কোচ পেলেন সাকিব-তামিমরা

ছবি:

বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচের পদটা বেশ অনেকদিন ধরেই খালি। ফিল্ডিং কোচ হিসেবে অনেক তারকা-মহাতারকাদের নাম শোনা গেছে। তবে তুলনামূলক ভাবে অপরিচিত এক দক্ষিণ আফ্রিকানকে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।
তিনি রায়ান লিয়ান কুক। তার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তি সাক্ষরিত হয়েছে ইতি মধ্যে। এই প্রোটিয়া কোচকে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেয়া হয়েছে এমনটাই জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে।

বাংলাদেশ দল এখন ব্যস্ত সময় কাটাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। এই সফরেই দলের সঙ্গে যোগ দেবেন রায়ান। আগামী শুক্রবার জ্যামাইকাতে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে টাইগারদের সদ্য নিয়োগ প্রাপ্ত এই কোচের।
কোচিং জীবনে গ্যারি কার্স্টেন ক্রিকেট একাডেমির হাই পারফরম্যান্স দলের প্রধান কোচ এবং টিম ডিরেক্টর হিসেবে বর্তমান কাজ করছেন তিনি। আরও বেশ কয়েকটি দলের হয়ে কাজ করেছেন তিনি।
এর মধ্যে বিগ ব্যাশের হোবার্ট হ্যারিকেনসের সহকারী কোচেরও দায়িত্ব পালন করেছেন এই প্রোটিয়া কোচ। ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা যুব দলের সহকারী কোচও ছিলেন রায়ান কুক।