দেশে ফেরা নিয়ে মুখ খুললেন রুবেল

ছবি:

বাংলাদেশ ক্রিকেট দল এখন ব্যস্ত সময় কাটাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। এরই মধ্যে শোনা গিয়েছিল, সিরিজের মাঝপথে দেশে ফিরিয়ে আনা হচ্ছে পেসার রুবেল হোসেনকে। তবে রুবেল দাবি করেছেন তাকে নিয়ে গুজব রটানো হচ্ছে।
এই টাইগার পেসার মনে করেন কয়েকটি অনলাইন পোর্টালে ভিত্তিহীন খবর প্রচার করছে তার বিরুদ্ধে। সিরিজের প্রথম ম্যাচে কোচের কথামত পারফরমেন্স না করা ও সতীর্থদের সাথে মারামারিতে জড়িয়ে পরার অভিযোগ উঠেছে রুবেলের বিরুদ্ধে।

এই প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জিকে রুবেল বলেছেন, "সাম্প্রতিক সময়ে আমি লক্ষ্য করেছি যে, আমাকে কেন্দ্র করে কিছু অনলাইন পোর্টালে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। এ ধরনের ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ব্যাপারটি নিয়ে আমি খুবই দুঃখিত ও মর্মাহত।"
এদিকে, সিরিজের প্রথম ম্যাচে বল হাতে কোনো উইকেট তুলে নিতে না পারলেও রুবেল জনিয়েছেন অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন নিয়মিতই। সুযোগ পেলে তা কাজে লাগানোর চেষ্টা করবেন, "আমি প্রাকটিসে খুবই কষ্ট করতেছি। সামনে সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করবো।"
এদিকে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল উন্ডিজ সফরে নিজেদের প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকদের বিপক্ষে। আগামী ১২ জুলাই থেকে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় অর্থাৎ শেষ টেস্ট। এর পর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।