মার্শের ইনজুরিতে অজিদের কপালে চিন্তার ভাঁজ

ছবি:

ইনজুরির কবলে পড়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ব্যাটসম্যান শন মার্শ। রবিবার গ্লামরগানের হয়ে সাসেক্সের বিপক্ষে কার্ডিফে একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলার সময় বাম কাঁধে চোট পেয়েছেন তিনি।
সোমবার তার কাঁধের স্ক্যান সম্পন্ন হয়েছে। যদিও তার রিপোর্ট এখনও হাতে এসে পৌঁছায়নি। ফিল্ডিং করার সময় সীমানার কাছে একটি বাউন্ডারি ফেরানোর সময় এই ইনজুরিতে পড়েন মার্শ।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে গ্লামরগানের রিপোর্ট হাতে পাওয়ার পরই মার্শের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তারা। দলের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের ইনজুরি চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে অজি নির্বাচকদের কপালে।

গ্লামরগানের কোচ রবার্ট ক্রফট বলেছেন, "আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। আমরা মনে করি স্ক্যানটি আমাদের অনুকূলে আসবে।"
গত অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে দুটি সেঞ্চুরি করেছিলেন মার্শ। চলতি বছর ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দুটি সেঞ্চুরি করেছেন। এদিকে, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড আশা করছে আসন্ন পাকিস্তান সিরিজের আগেই মার্শ মাঠে ফিরতে পারবেন।
আগামী অক্টোবরে আরব আমিরাতের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। নিষেধাজ্ঞার কারণে স্মিথ, ওয়ার্নার, ব্যনক্রফটরা না খেলায় অস্ট্রেলিয়া দলের ব্যাটিংয়ের মূল ভরসাই শন মার্শ।