সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

ছবি:

নারী টি২০ বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়েই নেদারল্যান্ডসে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ নারী দল। আসন্ন এই বিশ্বকাপে জায়গা করে নিতে শীর্ষ দুই দলের একটি হতে হবে টাইগ্রেসদের।
প্রথম দুই ম্যাচ শেষে বোঝা যাচ্ছে লক্ষ্যে অবিচল আছে বাংলাদেশের মেয়েরা। প্রথম দুই ম্যাচেই হেসে খেলে জিতেছে সালমা খাতুনের দল। উদ্বোধনী দিনে পাপুয়া নিউগিনিকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়েছে তারা।
রবিবার বাছাই পর্বের স্বাগতিক নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দল। ২.৫৮৫ রান রেট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। তাদের পরেই অবস্থান আরব আমিরাতের।

আমিরাতের মেয়েদের রান রেট ০.০২৩। ফলে বোঝাই যাচ্ছে তাদের চেয়ে কতটা এগিয়ে আছে বাংলাদেশ। শীর্ষ স্থানে উঠতে মঙ্গলবারের ম্যাচে বাংলাদেশকে শুধু হারালেই চলবে না। ব্যবধানটা বড় করে রান রেটের ফারাকটা ঘোচাতে হবে।
তবে, সাম্প্রতিক ফর্ম বলছে মঙ্গলবারের ম্যাচে পরিষ্কার ফেবারিট বাংলাদেশ। কদিন আগে শেষ হওয়া এশিয়া কাপে টানা পাঁচ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে তারা সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।
বাছাই পর্বে নিজেদের দুই প্রতিপক্ষকে এক কথায় দুমড়ে মুচড়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ফলে আরব আমিরাতের বিপক্ষে সহজ জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ দল। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হবে ম্যাচটি।