টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে ইতিহাস গড়লেন ফিঞ্চ

ছবি:

সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ইতিহাস গড়া এক সেঞ্চুরি করেছিলেন অজি তারকা অ্যারন ফিঞ্চ। তার ১৭২ রানের ইনিংসটি আন্তর্জাতিক টি২০র ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড।
এই দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে র্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছেন তিনি। সেটাও ইতিহাস গড়েই। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা ৭৬ বলের সেই ইনিংসে ফিঞ্চ অর্জন করেছেন ৯০০ রেটিং পয়েন্ট।
ফলে টি২০তে প্রথম ক্রিকেটার হিসেবে ৯০০ রেটিং অর্জনের কৃতিত্ব দেখিয়েছেন ফিঞ্চ। পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল হারের পর তা এখন নেমে দাঁড়িয়েছে ৮৯১তে। তারপরও টি২০ র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান হিসেবে নাম লিখিয়েছেন তিনি।

দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানি তারকা ফখর জামান তার চেয়ে পিছিয়ে আছেন ৪৯ রেটিং পয়েন্টে। পুরো সিরিজে ৩৯১ রান করে সর্বমোট ১২৮ রেটিং পেয়েছেন তিনি। র্যাঙ্কিংয়ে ফখরও ব্যপক উন্নতি করেছেন।
সিরিজ শুরুর আগে ৪৬ নম্বরে থাকলেও, এক সিরিজ শেষেই এগিয়েছেন ৪৪ ধাপ। কলিন মুনরো, বাবর আজমদের পেছনে ফেলে ক্যারিয়ার সর্বোচ্চ ৮৪২ রেটিং নিয়ে র্যাঙ্কিংয়ের দুই নম্বরে রয়েছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে দারুণ খেলতে থাকা ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুলও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। তিনি এগিয়েছেন ৯ ধাপ। তার অবস্থা্ন তিন নম্বরে। তার রেটিং পয়েন্ট ৮১২। আর ৮০১ পয়েন্ট নিয়ে চার নম্বরে নিউজিল্যান্ডের কলিন মুনরো।