বিশ্বাস করে যেতে হবে, আমরা পারিঃ তামিম

ছবি:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ইনিংস এবং ২১৯ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে লজ্জার বিষয় হচ্ছে এই ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ দল গুটিয়ে গিয়েছিল মাত্র ৪৩ রানে।
যা বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন সংগ্রহ। এই হারের পর টাইগার সমর্থক থেকে শুরু করে বাংলাদেশ দল ক্রিকেটারাও হতাশ। রবিবার একটি ভিডিও বার্তা দিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।
তিনি জানিয়েছেন এই হারের পেছনে কোনো অজুহাত খোঁজার চেষ্টা করছেন না তিনি এবং তার দল। নিজেদের ভুল স্বীকার করে নিয়েছেন এই ক্রিকেটার। আশা করছেন আগামী ম্যাচে আরও ভালো করবে বাংলাদেশ দল।
"শেষ টেস্ট ম্যাচটা আপনাদের জন্য যেমন অবাক করার মত ছিল, আমাদের জন্যও একই রকম ছিল। আমরা জানি যে আমরা এর চেয়ে ভালো দল। আমরা যে ধরণের পারফরমেন্স করেছি তা কোনো ভাবেই গ্রহণযোগ্য না।"

"এই মুহূর্তে দলের মধ্যে আমরা কোনো ভাবেই অজুহাত খোঁজার চেষ্টা করছি না। আমরা সবাই জানি যে আমাদের ভুলের কারণেই এমন পারফর্মেন্স হয়েছে। আমরা আশা করি আগামী টেস্ট ম্যাচে এর চেয়ে ভালো পারফরমেন্স করবো।"
এখন নিজেদের মধ্যে বড় স্কোর গড়ার বিশ্বাস রাখাটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তামিম। এই হতাশা থেকে বেড়িয়ে আসার আর কোনো উপায় দেখছেন না এই ক্রিকেটার।
"আমি এবং আমাদের দলের সবার জন্য এই মুহূর্তে বিশ্বাস করে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস করে যেতে হবে, ব্যক্তিগত ভাবে এবং দলগত ভাবে আমরা ভালো করতে পারি। আমরা কঠিন কন্ডিশনেও বড় স্কোর করতে পারি, এই বিশ্বাস থাকা জরুরি।"
শেষ ম্যাচে সোহান-রুবেলদের ব্যাটিং নজর কেড়েছে তামিমের। এই ওপেনারের বিশ্বাস উইকেটে বেশি সময় কাটাতে পারলে রান করা সম্ভব। উইকেট যতো কঠিনই হোক না কেন। আগামী ১২ জুন জ্যামাইকাতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এই টেস্টে নিজেদের সেরা পারফরমেন্সটা করার ইঙ্গিত দিয়েছেন তামিম।
"শেষ ম্যাচেও যদি দেখেন আপনারা, সোহান ও লোয়ার অর্ডারে রুবেলরা ভালো করেছে। এটা প্রমান করে আমরা যদি উইকেটে সময় কাটাতে পারি তাহলে কঠিন উইকেটেও রান করা সম্ভব।"
"জ্যামাইকাতে ১২ তারিখ থেকে আমাদের দ্বিতীয় টেস্ট শুরু। দলের যেই সুযোগ পাই না কেন, আশা করি সবাই চেষ্টা করবে বড় কিছু করার। আমরা দল হিসেবে আপনাদের একটা ভালো টেস্ট ম্যাচ উপহার দেয়ার চেষ্টা করব।"