promotional_ad

নেদারল্যান্ডসের বিপক্ষেও দাপট দেখিয়ে জিতল বাংলাদেশ

promotional_ad

নারী টি২০ বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেদারল্যান্ডসের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। আগে বোলিং করে নেদারল্যান্ডসকে তারা মাত্র ৪২ রানে অল আউট করে দিয়েছে।


এরপর ১২ ওভার ১ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশের মেয়েরা। বাছাই পর্বে বাংলাদেশ দলের এটি টানা দ্বিতীয় জয়। আগের ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়েছিল তারা।


এদিকে সহজ লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ নারী দল। ১৪ রান করে শামীমা ও ৪ রান করে সাজঘরে ফিরেন আয়েশা। বেশিক্ষণ টিকতে পারেননি নিগার সুলতানাও। তিনি আউট হয়েছেন মাত্র ৪ রান করে।



promotional_ad

তবে, জাহানারা ও রুমানা দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। জাহানারা ১১ ও রুমানা ৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।  এর আগে, এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন।


ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি নেদারল্যান্ডসের। তারা স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই ওপেনার সেইগার্সের উইকেট হারায়। তাকে নাহিদার ক্যাচ বানিয়ে আউট করেছেন সালমা খাতুন। এরপর ১৫ রান করা কেলিসকে বোল্ড করে আউট করেছেন পান্না ঘোষ।


এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ১৭ ওভার শেষে তাদের ইনিংস থামে মাত্র ৪২ রানে। বাংলাদেশী বোলারদের মধ্যে ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ নিয়েছেন ৩ টি করে উইকেট। ২ টি উইকেট দখল করেছে পান্না ঘোষ। ১ টি করে উইকেট গেছে নাহিদা ও সালমার ঝুলিতে।



বাংলাদেশ নারী দলের একাদশঃ শামীমা সুলতানা (উইকেটরক্ষক), আয়েশা রহমান, ফারজানা হক, নিগার সুলতানা, পান্না ঘোষ, সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ, জাহানারা আলম, সানজিদা ইসলাম, নাহিদা আক্তার, খাদিজা তুুল কুবরা।


নেদারল্যান্ডস নারী দলের স্কোয়াডঃ স্টেররে কেলিস, হিদার সেইগার্স (অধিনায়ক), ডেনিস হান্নেমা, রবিন রিজকে, চের ভ্যান স্লব, বাবেট ডি লিডে (উইকেটরক্ষক), লিসা ক্লোকগেইটস, মারিসকা কর্নেট, এস্তার কর্ডার, জোলিয়েন ভ্যান ভ্লাইট, ক্যারোলিন ডি ফাউ, অ্যান্নেমিজন থমসন, জুলিয়েট পোস্ট, সিলভার সেইগার্সর



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball