নেদারল্যান্ডসকে অল্প পুঁজিতেই গুটিয়ে দিল বাংলাদেশ

ছবি:

নারী টি২০ বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ স্বাগতিক নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই ম্যাচে আগে বোলিং করে নেদারল্যান্ডসকে মাত্র ৪২ রানে অল আউট করে দিয়েছে টাইগ্রেস বোলাররা।
এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি নেদারল্যান্ডসের তারা স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই ওপেনার সেইগার্সের উইকেট হারায়।
তাকে নাহিদার ক্যাচ বানিয়ে আউট করেছেন সালমা খাতুন। এরপর ১৫ রান করা কেলিসকে বোল্ড করে আউট করেছেন পান্না ঘোষ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ১৭ ওভার শেষে তাদের ইনিংস থামে মাত্র ৪২ রানে।

বাংলাদেশী বোলারদের মধ্যে ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ নিয়েছেন ৩ টি করে উইকেট। ২ টি উইকেট দখল করেছে পান্না ঘোষ। ১ টি করে উইকেট গেছে নাহিদা ও সালমার ঝুলিতে।
বাংলাদেশ নারী দলের স্কোয়াডঃ শামীমা সুলতানা (উইকেটরক্ষক), আয়েশা রহমান, ফারজানা হক, নিগার সুলতানা, পান্না ঘোষ, সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ, জাহানারা আলম, সানজিদা ইসলাম, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, খাদিজা তুুল কুবরা, লিলি রানী, শারমিন সুলতানা।
নেদারল্যান্ডস নারী দলের স্কোয়াডঃ স্টেররে কেলিস, হিদার সেইগার্স (অধিনায়ক), ডেনিস হান্নেমা, রবিন রিজকে, চের ভ্যান স্লব, বাবেট ডি লিডে (উইকেটরক্ষক), লিসা ক্লোকগেইটস, মারিসকা কর্নেট, এস্তার কর্ডার, জোলিয়েন ভ্যান ভ্লাইট, ক্যারোলিন ডি ফাউ, অ্যান্নেমিজন থমসন, জুলিয়েট পোস্ট, সিলভার সেইগার্সর