এই বাংলাদেশকে চিনতে পারছেন না ক্লাইভ লয়েডও

ছবি:

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে টেস্ট এবং ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিলো বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু সেই টাইগাররাই কিনা দীর্ঘ ৯টি বছর পর ক্যারিবিয়ান সফরে এসে গলদঘর্ম হচ্ছে!
অথচ উল্টোটাই হওয়ার কথা ছিলো। কারণ তখনকার দলটির থেকে বর্তমান দল যথেষ্ট উন্নত। মানসিকতা, অভিজ্ঞতা, খেলার ধরণ সবকিছুতেই তাদের উন্নতির ধারা স্পষ্ট বিদ্যমান।
সুতরাং এবার উইন্ডিজদের বিপক্ষে ভালো খেলে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ ছিলো টাইগারদের সামনে। কিন্তু অ্যান্টিগা টেস্টে সেই উন্নতির ছিটেফোঁটাও দেখা যায়নি। জ্যাসন হোল্ডারের দলের বিপক্ষে একেবারেই দাঁড়াতে পারেনি সাকিব আল হাসানের বাংলাদেশ দল।

টাইগারদের এই হতাশাজনক পারফর্মেন্স দেখার পর যারপরনাই অবাক হয়েছেন সাবেক ক্যারিবিয়ান কিংবদন্তী ক্রিকেটার ক্লাইভ লয়েডও। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফোকে লয়েড বলেছেন,
'যতটা আশা করেছিলাম, বাংলাদেশ দলের পারফরম্যান্স দেখে অবাকই হয়েছি। বাংলাদেশ আগেরবার যখন (২০০৯) আমাদের হারাল, তখন খুব ভালো খেলেছিল। এখন (কেন এমন হলো) জানি না।'
টাইগারদের পারফর্মেন্সে হতবাক হলেও লয়েড সন্তুষ্ট হয়েছেন তাঁর দেশ ভালো খেলায়। তাঁর মতে আগামীতে নিজেদের পারফর্মেন্সের পারদ আরো উঁচুতে নিয়ে যেতে সক্ষম হবে হোল্ডার বাহিনী।
বিশেষ করে তাঁর কণ্ঠে স্তুতি বাক্য ফুটে উঠেছে অ্যান্টিগা টেস্টে সেঞ্চুরি হাঁকানো ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট এবং আগুন ঝরানো পেসার কেমার রোচকে নিয়ে। এই প্রসঙ্গে লয়েডের ভাষ্য,
'এবার ওয়েস্ট ইন্ডিজের দারুণ কিছু ক্রিকেটার আছে। আশা করি ভবিষ্যতে ওরা আরও ভালো খেলবে। ব্র্যাথওয়েট ও রোচ ওরা দুজনই অনেক দিন ধরে খেলছে। ভালো খেলেছে, বিশেষ করে রোচ। জানি না ও কত দিন খেলবে। তবে নিজের কাজটা সে দারুণভাবে করেছে।'