promotional_ad

হেলস ঝড়ে সিরিজে ফিরলো ইংলিশরা

promotional_ad

তিন ম্যাচের টি টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী ভারতকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। শুক্রবার কার্ডিফে অনুষ্ঠিত দ্বিতীয় টি টুয়েন্টিতে বিরাট কোহলির দলের বিপক্ষে দারুণ এক জয় তুলে নেয় ইয়ন মরগানের নেতৃত্বাধীন ইংলিশরা।


এদিন ম্যাচের শুরুতে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন ইংলিশ অধিনায়ক মরগান। এরপর ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৪৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় কোহলি বাহিনী। 


তবে এই মামুলি এই লক্ষ্য তাড়া করতে গিয়েও কিছুটা বেগ পেতে হয়েছিলো স্বাগতিকদের। উইকেট হাতে থাকলেও শেষ ওভার পর্যন্ত গড়িয়েছে ম্যাচটি। শেষ পর্যন্ত যদিও ২ বল হাতে রেখে জয় তুলে নিতে পেরেছে তারা, তবে একটা সময় ভারতীয় বোলাররা বেশ চেপেই ধরেছিলো তাদের। 


ভুবনেশ্বর কুমারের শেষ ওভারে জয়ের জন্য ১২ রান প্রয়োজন ছিলো ইংল্যান্ডের। যদিও সেই ওভারের প্রথম বলে বিশাল এক ছয় মেরে দলকে কিছুটা চাপ মুক্ত করেন ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলস।



promotional_ad

পরের বলে পুল করে লেগ সাইড দিয়ে চার হাঁকান হেলস। পরবর্তী তৃতীয় এবং চতুর্থ বলে ১ রান নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ৪১ বলে ৫৮ রানের দারুণ একটি অনবদ্য ইনিংস খেলেছেন হেলস। ৩টি ছয় এবং ৪টি চার হাঁকিয়েছেন তিনি। 


অবশ্য ইংলিশদের জয় এনে দেয়ার ক্ষেত্রে  মিডল অর্ডার ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর অবদানও কম নয়। ২টি ছয়ের সাহায্যে ১৮ বলে ২৮ রান করেন তিনি। অপরদিকে অধিনায়ক মরগান ১৭ এবং দুই ওপেনার জ্যাসন রয় ও জস বাটলার যথাক্রমে ১৫ এবং ১৪ রান করেন।


ভারতের হয়ে উমেশ যাদব ২টি উইকেট পেয়েছেন। আর ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া এবং যুবেন্দ্র চাহাল নিয়েছেন ১টি করে উইকেট। 


এর আগে শুরুতে ব্যাটিংয়ে নেমে ভারতের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৮ বলে ৪৭ রান করেছিলেন অধিনায়ক বিরাট কোহলি। এই ইনিংসটি খেলতে ২টি ছয় এবং ১টি চার মেরেছেন তিনি। অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ বলে ৩২ রান (৫টি চার) করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। এছাড়া সুরেশ রায়নার ব্যাট থেকে এসেছে ২৭ রান।  



ইংল্যান্ডের পক্ষে ডেভিড উইলি, লিয়াম প্ল্যাঙ্কেট, আদিল রশিদ এবং জ্যাক বল প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছেন। তবে ভাগ্য সহায় হয়নি আরেক পেসার ক্রিস জর্ডানের। ৪ ওভারে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান দিয়ে উইকেট শুন্য ছিলেন তিনি।   


উল্লেখ্য তিন ম্যাচ টি টুয়েন্টি সিরিজের প্রথমটিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছিলো সফরকারী ভারত। আর সিরিজের সর্বশেষ ম্যাচ অনুষ্ঠিত হবে রবিবার (৮ জুলাই) নটিংহ্যামে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball