চলতি বছর মাঠে গড়াচ্ছে না লঙ্কান প্রিমিয়ার লীগ

ছবি:

চলতি বছর মাঠে গড়াচ্ছে না শ্রীলঙ্কার ঘরোয়া টি২০ আসর লঙ্কান প্রিমিয়ার লীগ (এসএলপিএল)। মূলত লঙ্কান ক্রিকেট বোর্ডের চলমান টানাপড়েনের কারণে আটকে যাচ্ছে এই টুর্নামেন্ট আয়োজন।
কিছুদিন আগেই লঙ্কান ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণ নিয়ে নেয় শ্রীলঙ্কার সরকার। এরপর আদালত পর্যন্ত গড়ায় এই বিষয়টি। আদালতের নির্দেশেই স্থগিত আছে লঙ্কান ক্রিকেট বোর্ডের নির্বাচন।
নির্বাচন আটকে যাওয়ায়, বোর্ডের কার্যক্রমও অনেকটাই থমকে আছে। ফলে এই টুর্নামেন্টটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সব ঠিক ঠাক থাকলে আগামী আগস্ট-সেপ্টেম্বরে টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা ছিল।

এদিকে লঙ্কান প্রিমিয়ার লীগের পরিচালক এবং সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার রাসেল আরনোল্ড সম্প্রতি এক টুইট বার্তায় এসএলপিএলের স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন,
‘সমর্থকরা! আগস্ট-সেপ্টেম্বরে লঙ্কান (শ্রীলঙ্কান) প্রিমিয়ার লিগের যে আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি স্থগিত করা হয়েছে।’
যদিও টুর্নামেন্ট বাতিলেন আনুষ্ঠানিক কোনো ঘোষোণা এখনোও দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ফলে আশায় বুক বেঁধে আছেন লঙ্কান ক্রিকেট ভক্তরা। তাদের বিশ্বাস সবকিছুর সমাধান হয়ে যাবে খুব দ্রুতই।