কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের মেয়েদের

ছবি:

এশিয়া কাপের শিরোপা জয়ের পর থেকেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের চিত্রটাই বদলে গেছে। মাঠে অন্য এক বাংলাদেশকে দেখা যাচ্ছে। আত্মবিশ্বাসে ভরপুর, যারা শেষ পর্যন্ত জয়ের লক্ষ্যে অবিচল থাকে। এখন এমন একটা দলই বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এশিয়া কাপের দুর্দান্ত ফর্মটা আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজেও ধরে রেখেছে তারা। স্বাগতিকদের ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছেন সালমা-জাহানারারা। সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে হোয়াইট ওয়াশের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশের মেয়েরা।
তবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শেষ বলের পরাজয়ে আর হোয়াইট ওয়াশ করার স্বাদ পাওয়া হয়নি তাদের। বাংলাদেশ নারী দল এখন নেদারল্যান্ডসে। সেখানে শনিবার থেকে শুরু হওয়া নারীদের টি২০ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলবে।

মূল লড়াইয়ে নামার আগে স্কটল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা। সেই ম্যাচে স্কটিশদের উড়িয়ে দিয়েছে টাইগ্রেসরা। আগে ব্যাট করা স্কটল্যান্ডকে মাত্র ৪৭ রানে অল আউট করে দিয়েছে বাংলাদেশ।
সেই লক্ষ্য তাড়া করে ৯ উইকেট হাতে রেখেই জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। এদিকে শনিবার পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশের মেয়েরা।
এক ভিডিও বার্তায় বাংলাদেশ নারী দলের অলরাউন্ডার রুমানা আহমেদ জানিয়েছেন তাদের লক্ষ্য বাছাই পর্বের চ্যাম্পিয়ন হওয়া। সেই লক্ষ্যেই শনিবার থেকে মাঠে নামবে নারী দল। রুমানার ভাষ্যমতে,
"আমরা এখানে এসেছি কোয়ালিফাইয়ের জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন কোয়ালিফায়ারের চ্যাম্পিয়ন হতে পারি।"