ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে প্রতিবন্ধী দল
ছবি:

শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে শুরু হতে যাওয়া ফিজিক্যাল ডিজিব্যালিটি ট্রাই-সিরিজ খেলতে যুক্তরাজ্য সফরে যাচ্ছে বিসিবি শারীরিক প্রতিবন্ধি দল। এই সফরকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সিরিজ খেলতে আজই দেশ ছাড়বে বিসিবির এই দলটি। ইংলিশ ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে ৮ থেকে ১৩ জুলাই বাংলাদেশ, পাকিস্তান ও ইংল্যান্ড দলকে নিয়ে এ ক্রিকেট টুর্নামেন্টের মাঠে গড়াবে।
এই সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী বুধবার (১১ জুলাই)। প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্তকরণে উৎসাহী করার লক্ষ্যেই এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। বৃহস্পতিবার (৫ জুলাই) ঢাকার আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) সহায়তায় গঠিত বিসিবির এ দলটি আগামী ৮ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে। দলটির অধিনায়ক করা হয়েছে স্পিনার দ্রুপম পত্রনবিশকে।
তাছাড়া দলের ম্যানেজার হিসেবে আছেন মাসুদ হাসান এবং কোচ হিসেবে আছেন রাশেদ ইকবাল। এবারই প্রথম বারের মতো মাঠে নামছে না বিসিবির প্রতিবন্ধী ক্রিকেট দল। এর আগে ২০১৫ ও ২০১৬ সালে দুটি সিরিজে অংশ দিয়েছিল তারা।
১৬-সদস্যের বিসিবি শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলঃ
মো. জাভেদ ভূইয়া, মো. ইমরান, মো. আলম খান, মো. কাজল হোসেন, মো. মনিরুজ্জামান (সহ-অধিনায়ক), এস এম শাহরিয়া শামীম, ফয়সাল খান আকবর হোসেন, মো. মনির হোসেন, মো. রাসেল সিকদার, মো, রিয়াদুল ইসলাম, দ্রুপম পত্রনবিশ (অধিনায়ক), মাহফুজুর রহমান, ভবেন দাস, মো. শাওন সিকদার এবং শরিফুল ইসলাম।