দাপুটে জয়ে বিশ্বকাপ কোয়ালিফায়ার শুরু মেয়েদের

ছবি:

এশিয়া কাপ জয়ের পর থেকেই দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কদিন আগেই আয়ারল্যান্ডকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে তারা। বৃহস্পতিবার নারীদের টি২০ বিশ্বকাপের বাছাই পর্বের আগে প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছে টাইগ্রেসরা।
স্কটিশদের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নামা স্কটল্যান্ডকে দাঁড়াতেই দেননি বাংলাদেশের বোলাররা। তাদের ইনিংস গুটিয়ে দিয়েছে মাত্র ৪৭ রানে।

বাংলাদেশের হয়ে একাই ৩ উইকেট দখল করেছেন ফাহিমা খাতুন। তাছাড়া রুমানা ও লিলি রানী নিয়েছেন ২ টি করে উইকেট। ১ টি উইকেট গেছে পান্না ঘোষের ঝুলিতে। ৪৮ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১ রানেই সাজঘরে ফেরেন টাইগ্রেস ওপেনার শামীমা সুলতানা।
তিনি রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন। এরপর বাকি সময়টা শারমিন সুলতানাকে সঙ্গে নিয়ে কাটিয়ে দিয়েছেন আরেক ওপেনার আয়েশা রহমান। তারা আর কোনো উইকেট হারাতে দেননি বাংলাদেশকে।
আয়েশা ২৩ ও শারমিন ১৮ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। আগামী ৭ জুলাই টি২০ বিশ্বকাপ কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল।