বাংলাদেশের বিপক্ষে ব্র্যাথওয়েটের সেঞ্চুরি

ছবি:

অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের চেয়ে ১৫২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশকে মাত্র ৪৩ রানে অল আউট করে দেয়ার পর। ২ উইকেট হারিয়ে ২০১ রান করে প্রথম দিন শেষ করে ক্যারিবিয়ানরা।
দ্বিতীয় দিনে দেখে শুনেই শুরু করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ক্রেইগ ব্র্যাথওয়েট ও দেবেন্দ্র বিশু। দিনের শুরুতেই দারুণ এক সেঞ্চুরি তুলে নেন ব্র্যাথওয়েট। ২২৪ বল খেলে সেঞ্চুরি পূরণ করেন তিনি।
৭৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২১৬ রান। ব্র্যাথওয়েট ১০১ ও বিশু ৩ রান করে অপরাজিত আছেন।

বাংলাদেশ একাদশঃ
তামিম ইকবাল, লিটন দাস, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও আবু জায়েদ রাহী।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ-
ক্রেইগ ব্র্যাথওয়েট, ডেভন স্মিথ, কাইরন পাওয়েল, শাই হোপ, রস্টন চেজ, শেন ডওরিচ (উইকেটরক্ষক), জ্যাসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, কেমার রোচ, মিগুয়েল কামিন্স, শ্যানন গ্যাব্রিয়েল।