এশিয়া কাপের পারফরমেন্স টাইগ্রেসদের আত্মবিশ্বাস বাড়িয়েছে

ছবি:

এশিয়া কাপের পারফরমেন্স আয়ারল্যান্ড সফরেও ধরে রেখেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তারা স্বাগতিক আয়ারল্যান্ডকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে। পুরো সিরিজ জুড়েই দারুণ পারফরমেন্স করেছেন নারী ক্রিকেটাররা।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ অঞ্জু জেইন সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন দল এখন অনেক আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাসের মূলে রয়েছে এশিয়া কাপের নজরকারা ইতিবাচক পারফরমেন্স।
"আত্মবিশ্বাস নিঃসন্দেহে অনেক উপরে রয়েছে। এশিয়া কাপে আমরা অনেক ইতিবাচক এবং ভালো পারফরমেন্স করেছি।"
নারী টি২০ বিশ্বকাপকে সামনে রেখে কদিন পরেই নেদারল্যান্ডসে বিশ্বকাপ বাছাই খেলবে বাংলাদেশের মেয়েরা। টাইগ্রেসদের নজর এখন এই বৈশ্বিক আসরেই। এমনটাই জানিয়েছেন নারী দলের কোচ।

"কিন্তু আবারও বলছি টি২০ ফরম্যাট সম্পূর্ণ অনিশ্চয়তার। এখানে আপনার নিখুঁত ও নির্ভার থাকার সুযোগ নেই। এবং টি২০ বিশ্বকাপ কড়া নাড়ছে, তাই এটাতে আমরা আরও বেশি নজর দিবো।"
বাংলাদেশ নারী দলের দায়িত্ব নেয়ার পরই ব্যাটিং অর্ডার ও বোলিং কম্বিনেশন ঢেলে সাজিয়েছেন এই টাইগ্রেস কোচ। তা দারুণ ভাবে কাজেও লেগেছে। এই সাফল্যের পর শক্তিমত্তার উপর আরও জোড় দেবেন বলে জানালেন অঞ্জু।
"আমরা ব্যাটিং অর্ডার ও বোলিং কম্বিনেশন কিছুটা সমন্বয় করেছি। আমরা নতুন কিছু করার চেষ্টা করেছি, সৌভাগ্যবশত তা কাজে দিয়েছে। আমরা আমাদের শক্তিমত্তার উপর আরও জোড় দিবো।"
ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালের আগে পুরোপুরি নির্ভার ছিল বাংলাদেশের মেয়েরা। এই বড় ম্যাচের আগে কোনো চাপই নেয়নি তারা। এটাই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য এনে দিয়েছে। দলে অনেক অলরাউন্ডার রয়েছে এটাই বাংলাদেশ দলকে এগিয়ে রেখেছে বলে জানালেন বাংলাদেশ নারী দলের কোচ। তবে দলে এখনও বেশ কিছু জায়গা রয়েছে উন্নতি করার।
"ফাইনালে যাওয়ার আগে মেয়েরা আত্মবিশ্বাসী ও নির্ভার ছিল। আমার মনে হয় না ভারতের বিপক্ষে ফাইনালের আগে তারা চাপ নিয়েছিল। এটাই সবচেয়ে ভালো জিনিস। দলে এখন অনেক অলরাউন্ডার রয়েছে, আমি মনে করি এটাই এখন সবথেকে ভালো জিনিস। তারা তাদের ভূমিকা ও ব্যাটিং ধারাবাহিকতা নিয়ে। এটাই এখন সবচেয়ে বড় শক্তি। ফিটনেস একটি অঞ্চল যেখানে আমাদের উন্নতি করতে হবে।"