নিশ্চিত ড্রয়ের পথে এ দলের ম্যাচ

ছবি:

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি চারদিনের আন অফিশিয়াল ম্যাচের ভেন্যু বদল করা হয়েছিল।
কক্সবাজারের শেষ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে সরিয়ে ভেন্যু করা হয়েছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে। এখানেও বৃষ্টি পিছু ছাড়েনি। টানা বৃষ্টির কারণে সিরিজের দ্বিতীয় ম্যাচের টসই অনুষ্ঠিত হতে পারেনি প্রথম দুই দিন।
বৃহস্পতিবার তৃতীয় দিনে অবশ্য টস হয়েছে। ম্যাচও মাঠে গড়িয়েছে। তবে খেলা হয়েছে মাত্র ১৫ ওভার। ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা এ দল।

ব্যাটিংয়ে নেমে ৩৬ রানের জুটি গড়েন দুই লঙ্কান ওপেনার দিমুথ করুণারত্নে ও লাহিরু মিলান্থা। এই দুজনের জুটি ভেঙ্গেছেন টাইগার পেসার খালেদ আহমেদ। ৯ রান করা করুণারত্নেকে মোসাদ্দেক হোসেনের ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠিয়েছেন তিনি।
বাকি সময়টা দেখে শুনে পাড়ি দিয়েছেন থিরামান্নে ও মিলান্থা। মিলান্থা ৪২ ও থিরামান্নে ১ রান করে তৃতীয় দিন শেষে অপরাজিত আছেন। তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কা এ দলের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৫৪ রান।
ফলে বোঝাই যাচ্ছে নিশ্চিত ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ এ দলের ম্যাচ। আগামী ১০ জুলাই সিলেট আন্তর্জাতি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে দু দল। এরপর ওয়েনডে সিরিজও এখানেই মাঠে গড়াবে।