এখনও অনিশ্চিত ম্যাকেঞ্জি!

ছবি:

বেশ কয়েকদিন থেকেই ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন চলে আসছে যে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরেই নাকি ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিবেন সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান নিল ম্যাকেঞ্জি।
এমনকি এটাও জানা গিয়েছিলো ম্যাকেঞ্জির সাথে নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাকা কথাও হয়ে গেছে! তবে ম্যাকেঞ্জি যে চলতি সিরিজেই যোগ দিচ্ছেন না সেটি জানিয়েছেন স্বয়ং বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
আয়ারল্যান্ডের ডাবলিনে আইসিসির সভা শেষ করে সদ্যই দেশে ফিরেছেন সুজন। ঢাকায় পৌঁছে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন এখনও ম্যাকেঞ্জির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বোর্ড।

তবে অন্তত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন সময়ে যে প্রোটিয়া এই ব্যাটসম্যানকে পাওয়া যাচ্ছে না তা অনেকটা নিশ্চিতই বলা চলে।
কয়েকদিন আগে এই ব্যাপারে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও জানিয়েছিলেন এই বিষয়ে নাকি কিছুই জানেন না তিনি। বিসিবির এই কর্মকর্তা বলেছিলেন, 'আমিতো কদিন দেশেই ছিলাম না। তাই ব্যাটিং কোচ বিষয়ের আপডেট আমার জানা নেই।'
এবার নিজামউদ্দিনও জানিয়ে দিয়েছেন এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বোর্ড বিধায় ম্যাকেঞ্জির নিয়োগ আপাতত অনিশ্চিতই থাকছে।
উল্লেখ্য এর আগে হেড কোচ নিয়োগের ক্ষেত্রেও একই রকম পন্থা অবলম্বন করেছিলো বিসিবি। শুরুতে কয়েকজন হাই প্রোফাইল কোচের সাক্ষাৎকার নিয়েও শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাউন্টি দলের কোচ স্টিভ রোডসকে দায়িত্ব দিয়েছে তারা।