অতিমানবীয় ব্যাটিংয়ে ফিঞ্চের বিশ্ব রেকর্ড

promotional_ad

জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ব্যাটিং তাণ্ডব চালিয়েছে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। হারারেতে আগে ব্যাট করে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন তিনি।


মাত্র ৭৬ বল খেলে ১৭২ রান করেছেন ফিঞ্চ। অবিশ্বাস্য ইনিংস জুড়ে ১৬টি চার ও ১০টি চার হাঁকিয়েছেন তিনি। একা হাতে অস্ট্রেলিয়াকে দুই উইকেটে ২২৯ রানের বড় পুঁজি এনে দিয়েছেন তিনি। 


অতিমানবীয় ব্যাটিংয়ে মোট দলীয় রানের সবচেয়ে বেশি অবদান (৭৫.১০%) রেখেছেন অজি কাপ্তান। ওপেনার ডার্সি শর্টের সাথে আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ জুটি (২২৩) গড়েছেন তিনি। 


promotional_ad

ম্যারাথন পার্টনারশিপে শর্টের অবদান ৪৬ রান। অবিশ্বাস্য ব্যাটিং পারফর্মেন্সের পর ইনিংসের শেষ ওভারে এসে দুর্ভাগ্যজনক ভাবে হিট আউট হন অ্যারন ফিঞ্চ। শেষ পর্যন্ত জিম্বাবুয়েকে ২৩০ রানের পাহাড় সমান স্কোর ছুঁড়ে দেয় অস্ট্রেলিয়ানরা।


১৭২ রানের ইনিংসে অ্যারন ফিঞ্চের রেকর্ডঃ


১. আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ইনিংস 
২. ইনিংসে সবচেয়ে বেশি চার (১৬) 
৩. ইনিংসে সবচেয়ে বেশি বাউন্ডারি (২৬) 
৪. দলীয় রানে সবচেয়ে বেশি অবদান (৭৫.১০%) 


দলীয় রেকর্ডঃ 
১. সর্বোচ্চ রানের জুটি (২২৩)
২. বলের হিসেবে দীর্ঘতম জুটি (১১৬ বল)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball