promotional_ad

বল টেম্পারিং ইস্যুতে কঠোর হল আইসিসি

promotional_ad

বল টেম্পারিংয়ের মতো ন্যাক্কারজনক ঘটনার জন্য ক্রিকেটারদের শাস্তি আরো বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী একজন ক্রিকেটার যদি বল টেম্পারিং ইস্যুতে জড়িত থাকে তাহলে তাকে ৬টি টেস্ট এবং ১২টি ওয়ানডের জন্য নিষিদ্ধ করা হবে।


এরই মধ্যে ডাবলিনে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভায় এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগের নিয়ম অনুযায়ী বলের অবস্থা পরিবর্তন করাটি লেভেল ২ অপরাধের মধ্যে পড়তো। তবে নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে এই অপরাধটি লেভেল ৩ এর পর্যায়ে পড়বে।


শুধু তাই নয়, এক্ষেত্রে এর আগে অভিযুক্ত ক্রিকেটারকে ৮টি ডিমেরিট কিংবা সাসপেনশন পয়েন্ট প্রদান করা হলেও এবার থেকে ১২টি পয়েন্ট দেয়া হবে জড়িত থাকা ব্যক্তিকে।



promotional_ad

দক্ষিণ আফ্রিকার বিপক্ষ কেপটাউন টেস্টে বল টেম্পারিং করে তুমুল আলোচনায় এসেছিলেন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট।   


এই ঘটনার পরেই টনক নড়েছে আইসিসির। যদিও স্মিথকে খুব বড় শাস্তি তখন দেয়নি আইসিসি। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাঁকে এক বছর নিষেধাজ্ঞা প্রদান করলেও আইসিসি মাত্র এক টেস্টের জন্য তাঁকে নিষিদ্ধ করেছিলো। অপরদিকে ব্যানক্রফটকে দেয়া হয়েছিলো ৩টি ডিমেরিট পয়েন্ট।


বল বিকৃতিকরণের শাস্তি বৃদ্ধির বিষয়টি মূলত আইসিসির সভায় উত্থাপন করেছিলেন ভারতের সাবেক কিংবদন্তী স্পিনার অনিল কুম্বলে। আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন ইএসপিএন ক্রিক ইনফোকে।



এই সভায় আইসিসির কোড অফ কন্ডাক্টের সাথে আরো চারটি অপরাধ সংযুক্ত করা হয়েছে। সেগুলো হলোঃ অন্যায়ভাবে সুবিধা নেয়ার চেষ্টা করা (লেভেল ২ অথবা ৩), ব্যক্তিগতভাবে হয়রানি করা (লেভেল ২ অথবা ৩), অশ্লীল ভাষা ব্যবহার করা (লেভেল ১) এবং আম্পায়ারের সিদ্ধান্তকে অমান্য করা (লেভেল ১)।


এছাড়াও শাস্তির বিরুদ্ধে আপিল করার জন্য একটি ফি এর বিধানও রেখেছে আইসিসি। সেই ফি এর পরিমাণ নির্দিষ্ট করা না হলেও জানানো হয়েছে অভিযুক্ত ক্রিকেটারের করা আপিলটি যদি সফল হয় সেক্ষেত্রে রিফান্ড পাবেন তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball