promotional_ad

দাপুটে জয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু পাকিস্তানের

promotional_ad

ত্রিদেশীয় টি২০ সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। সরফরাজ আহমেদের দল স্বাগতিকদের ৭৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে।


এই ম্যাচের শুরুতে আগে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৮২ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল পাকিস্তান। এই লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের তোপে মাত্র ১০৮ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে।


জিম্বাবুইয়ানদের হয়ে সোলেমান মীরে ২৭, তারাইসাই মুসাকান্দা ৪৩ ও এলটন চিকুম্বুরা ১৪ রান করেছেন। আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। পাকিস্তানের প্রায় সবাই দারুণ বোলিং করেছেন। 



promotional_ad

মোহাম্মদ নেওয়াজ, উসমান খান, হাসান আলী ও মোহাম্মদ হাফিজ ২ টি করে উইকেট দখল করেছেন। ১ টি উইকেট নিয়েছেন শাদাব খান। আর তাতেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে ক্রিকেট দল।


এর আগে প্রথমে ব্যাট করে ওপেনার ফাখর জামানের হাফসেঞ্চুরির সঙ্গে শেষদিকে শোয়েব মালিক আর আসিফ আলির ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ৪ উইকেটে ১৮২ রান তুলে সফরকারী পাকিস্তান।


 ইনিংসের দ্বিতীয় ওভারেই মোহাম্মদ হাফিজকে (৭) ফিরিয়ে দিয়ে জিম্বাবুয়ের দারুণ শুরু এনে দেন কাইল জারভিস। হোসাইন তালাত (১০) আর সরফরাজ আহমেদও (১৬) বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি।



এরপর মাত্র ৪০ বলে ৩টি করে চার-ছক্কায় ৬০ রান করা ফাখর জামান দলকে লড়াইয়ের পুঁজি পাওয়ার পথ করে দিয়েছেন। শেষদিকে শোয়েব মালিক আর আসিফ আলির ৩২ বলে ৬২ রানের অবিচ্ছিন্ন জুটিতে বড় পুঁজি পেয়ে যায় পাকিস্তান।


২৪ বলে ২ চার আর ১ ছক্কায় হার না মানা ৩৭ রান করেন মালিক। ২১ বলে ৪১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন আসিফ। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে ২টি উইকেট নিয়েছেন টেন্ডাই চিসরো। চামু চিবাবা ও কাইল জার্ভিস ১ টি করে উইকেট নিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball