টি-টুয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন বুমরাহ

ছবি:

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি২০ সিরিজ থেকে ছিটকে গেছেন জসপ্রিত বুমরাহ। বাঁহাতের আঙ্গুলের ইনজুরিতে মাঠের বাইরে চলে গেছেন ভারতীয় এই পেসার।
গত ২৭ জুন ম্যালাহাইডে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন তিনি। সেই ম্যাচেই আঙ্গুলের ইনজুরিতে পড়েন এই তারকা। ইংল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজ খেলতে না পারলেও। ওয়ানডে সিরিজে খেলার সম্ভাবনা রয়েছে তার।

বৃহস্পতিবার ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলন ছিল। তবে মাঠে আসলেও অনুশীলনে নামেননি এই ভারতীয় পেসার। বুমরাহর হাতের স্ক্যান করানো হয়েছে বিস্তারিত রিপোর্ট এখনও হাতে এসে পৌঁছায়নি ভারতীয় দলের চিকিৎসকদের হাতে।
মূলত ইংল্যান্ড সফরের প্রস্তুতির জন্যই আয়ারল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজ খেলেছে ভারত। প্রস্তুতির এই সিরিজেই দলের সেরা পেসারকে হারাতে হল ভারতকে। আসন্ন সিরিজের জন্য এখনও বুমরাহর বদলি কারোর নাম জানায়নি বিসিসিআই।
এদিকে, ৩ ম্যাচের টি২০ সিরিজের সাথে, স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচ টি২০ সিরিজে ২-০ ব্যবধানে জয় পেয়েছে ভিরাট কোহলির দল।