জিম্বাবুয়েতে কন্ডিশনের সাথে লড়তে হবে পাকিস্তানের

ছবি:

রবিবার শুরু হচ্ছে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় টি২০ সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান বর্তমানে টি২০ র্যাঙ্কিংয়ের শীর্ষ দল।
তবে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে পা মাটিতেই রাখছেন পাকিস্তান দলপতি সরফরাজ আহমেদ। সিরিজ শুরুর আগেই সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে জানিয়েছেন নিজেদের মাঠে ভালো কিছু করার সুযোগ আছে জিম্বাবুয়েরও।
"টি২০তে আমাদের রেকর্ড ভালো। কিন্তু খেলাটা এগিয়ে যাচ্ছে এবং দ্রুততর হচ্ছে। আপনি কাউকেই হালকা ভাবে নিতে পারবেন না। এটা জিম্বাবুয়ের হোম গ্রাউন্ড। তারা জানে এখানে কিভাবে খেলতে হয়। আমরা আমাদের সেরাটা খেলার চেষ্টা করবো।"

এর আগে ২০১৩ সাল ও ২০১৫ সালে জিম্বাবুয়ে সফর করেছে পাকিস্তান দল। দুই বারই সম্পূর্ণ ভিন্ন কন্ডিশনে খেলেছে পাকিস্তান দল। এবারও কন্ডিশন ফলাফলে বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস সরফরাজের।
"২০১৩ সালে আমরা যখন জিম্বাবুয়ে সফর করেছি। তখন উইকেটটি ছিল খুবই ভিন্ন। পিচে ঘাস ছিল এবং প্রথম থেকেই বল সিম করছিল। ২০১৫তে এটা সম্পুর্ণ ভিন্ন ছিল। উইকেট অনেক ধীর ছিল। কিছুটা ময়েশ্চারও ছিল।কন্ডিশন অনেক গুরুত্বপূর্ণ। আমি মনে করি টসটা অনেক গুরুত্ব বহন করবে। "