বাংলাদেশের থেকে এগিয়ে হংকং!

ছবি:

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ যে ধীরে ধীরে যথেষ্ট উন্নতি করেছে সেটি আর বলার অপেক্ষা রাখে না। বর্তমানে টাইগারদের বিপক্ষে খেলতে প্রত্যেকটি দলকেই পরিকল্পনার পসরা সাজিয়ে বসতে হয়।
অবশ্য ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের এই উন্নতির পারদ উঁচুতে ওঠা শুরু হয়েছে মূলত ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের পর থেকে। সেই বছর থেকে এখন পর্যন্ত টাইগাররা মোট ওয়ানডে খেলেছে ৪০টি।
যেখানে তারা ২০টিতে জয় পেয়েছে এবং হেরেছে মোট ১৭টিতে। আর তিনটি ম্যাচে কোনও ফলাফল আসেনি। সেক্ষেত্রে টাইগারদের জয়ের গড় পরিমাণ ৫০ শতাংশ বা ০.৫%।
যা কিনা বেশি অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মতো দলের চেয়েও। ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত পাকিস্তান ৫২ ম্যাচে জয় পেয়েছে ২৫টিতে এবং হেরেছে ২৬টিতে।

সুতরাং তাদের জয়ের গড় পরিমাণ ৪০ শতাংশ অর্থাৎ ০.৪%। অপরদিকে অস্ট্রেলিয়ার অবস্থা আরো বেশি খারাপ। ৬০ ম্যাচে ২৭টিতে জয় এবং ৩০টিতে পরাজিত হতে হয়েছে অজিদের। আর তাই তাদেরও গড় জয়ের পরিমাণ ৪০শতাংশ (০.৪%)।
এদিকে তালিকার প্রথম এবং দ্বিতীয়তে অবস্থান ইংল্যান্ড এবং ভারতের। ৬৯ ম্যাচে ৪৬টিতে জয় এবং ১৯টিতে পরাজয় রয়েছে ইংলিশদের। ফলে তাদের গড় জয়ের পরিমাণ ৬০ শতাংশ (০.৬%)।
অপরদিকে ভারত এই সময়ের মধ্যে খেলেছেন ৫৯টি ওয়ানডে, যেখানে জয় পেয়েছে ৩৯টিতে এবং হেরেছে ১৯টিতে। তালিকার তৃতীয় এবং চতুর্থতে অবস্থান যথাক্রমে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের।
৫৩ ম্যাচে ৩১টি জয় পেয়েছে প্রোটিয়ারা এবং হেরেছে ২১টিতে। সেক্ষেত্রে তাদের জয়ের গড় ৫০ শতাংশ (০.৫%)। আর নিউজিল্যান্ডের জয়ের সংখ্যা ৬২টি ম্যাচে ৩৫টিতে। তবে তালিকায় বড় চমক হিসেবে রয়েছে হংকং।
২০১৫ সালের পর থেকে এখন পর্যন্ত ১৬ ম্যাচে ৯টিতে জয় পেয়েছে হংকং এবং পরাজিত হয়েছে ৬টিতে। ফলে তাদের জয়ের হার ৫০ শতাংশ। বর্তমানে পঞ্চমে অবস্থান করছে তারা।
দেখে নিন ২০১৫ সালের পর থেকে এখন পর্যন্ত ওয়ানডে দলগুলোর জয় পরাজয়ের পরিসংখ্যান-
দল | সময় | ম্যাচ সংখ্যা | জয় সংখ্যা | পরাজয় সংখ্যা | জয়ের গড় |
ভারত | ২০১৫-১৮ | ৬০ | ৪৬ | ১৯ | ৬০ |
ইংল্যান্ড | ২০১৫-১৮ | ৫৯ | ৩৯ | ১৯ | ৬০ |
দক্ষিণ আফ্রিকা | ২০১৫-১৮ | ৫৩ | ৩১ | ২১ | ৫০ |
নিউজিল্যান্ড | ২০১৫-১৮ | ৬২ | ৩৫ | ২৫ | ৫০ |
হংকং | ২০১৫-১৮ | ১৬ | ৯ | ৬ | ৫০ |
আফগানিস্তান | ২০১৫-১৮ | ৪৭ | ২৬ | ১৯ | ৫০ |
বাংলাদেশ | ২০১৫-১৮ | ৪০ | ২০ | ১৭ | ৫০ |
পাকিস্তান | ২০১৫-১৮ | ৫২ | ২৫ | ২৬ | ৪০ |
স্কটল্যান্ড | ২০১৫-১৮ | ২৬ | ১২ | ১১ | ৪০ |
অস্ট্রেলিয়া | ২০১৫-১৮ | ৬০ | ২৭ | ৩০ | ৪০ |
আয়ারল্যান্ড | ২০১৫-১৮ | ৪০ | ১৬ | ২২ | ৪০ |
আরব আমিরাত | ২০১৫-১৮ | ২১ | ৭ | ১৪ | ৩০ |
জিম্বাবুয়ে | ২০১৫-১৮ | ৬৩ | ২০ | ৩৯ | ৩০ |
শ্রীলঙ্কা | ২০১৫-১৮ | ৬০ | ২০ | ৩৯ | ৩০ |
ওয়েস্ট ইন্ডিজ | ২০১৫-১৮ | ৪৬ | ১২ | ৩০ | ২০ |
পাপুয়া নিউগিনি | ২০১৬-১৮ | ১৬ | ৪ | ১২ | ২০ |