promotional_ad

রাহির দ্বিতীয় শিকার সেঞ্চুরিয়ান হেটমিয়ার

promotional_ad

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে মাঠে নামার আগে বাংলাদেশের প্রস্তুতিটা দারুন হচ্ছে। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একমাত্র দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে ৮৪.২ ওভারে ৮ উইকেটে ৪০৩ রান করেছে বাংলাদেশ।


তবে নিজেদের দুই ব্যাটসম্যান স্বেচ্ছায় অবসরে যাওয়ার পরে আর ব্যাটিং করতে ফেরেন নি তারা। ফলে ৪০৩ রানেই থেমেছে বাংলাদেশের ইনিংস। এদিকে দ্বিতীয় দিন খেলতে নেমে বোলাররাও করেছেন শুভ সূচনা।


দলীয় চার রানের মধ্যেই দলটির দুই উইকেট নিতে সমর্থ হয়েছেন বাংলাদেশী বোলাররা। একটি উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহি। আরেকটি উইকেট নিয়েছেন রুবেল হোসেন।


এরপরে হাল ধরেন অধিনায়ক স্যাম ব্রুক্স ও কিংবদন্তী শিবনারায়ণ চন্দরপল পুত্র ত্যাগনারায়ন চন্দরপল। দেখেশুনে খেলে দুজনে মিলে গড়েন ৫০ রানের জুটি। কিন্তু ব্যক্তিগত ২৪ রানের মাথায় ত্যাগনারায়ন চন্দরপলকে বোল্ড করে বিদায় করেন কামরুল ইসলাম রাব্বি। 


এরপর ব্রুক্স এবং সাইমন হেটমিয়ার মিলে উইন্ডিজদের হাল ধরেন। দুজন মিলে জুটি গড়ে দলকে বড় স্কোরের দিকে নিয়ে যেতে থাকেন। ফিফটির দেখা পান দুজনই। তবে ব্যক্তিগত ৬৮ রানে থাকা অবস্থায় ব্রুক্সকে লেগ বিফরের ফাঁদে ফেলেন টাইগার পেসার শফিউল ইসলাম।


এরপর চা বিরতিতে যায় দু'দল। চা বিরতি থেকে ফিরেই আবারও উইন্ডিজদের উইকেট তুলে নেয় বাংলাদেশ। নতুন ব্যাটসম্যান জাহমার হ্যামিল্ট দ্রুত বিদায় নেন। তার উইকেটও তুলে নেন শফিউল।



promotional_ad

তবে বাকিরা উইকেট ছুঁড়ে দিলেও দেখে শুনে খেলে সেঞ্চুরি তুলে নিয়েছেন হেটমিয়ার। সঙ্গে দলকে ২০০ রানের পুঁজিও এনে দিয়েছেন তিনি। সেঞ্চুরি করে বড় স্কোরের পথে এগোতে থাকা হেটমিয়ারকে ফিরিয়েছেন পেসার আবু জায়েদ রাহি।


১২৩ রান করে আউট হয়েছেন তিনি। এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ বোর্ড প্রেসিডেন্ট একাদশের সংগ্রহ ৭৬ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ২৭৬ রান।


পেসারা উইকেটের দেখা পেলেও এদিনে উইকেট শুন্যতায় ভুগছেন স্পিনাররা। মেহেদী হাসান মিরাজ দশ ওভার শেষ করলেও উইকেটের দেখা পাননি। সাকিবও চার ওভার বল করে উইকেট শুন্য।


এর আগে গতকাল বাংলাদেশের হয়ে ওপেনার তামিম ইকবাল ও মিডেল অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ সেঞ্চুরির দেখা পেয়েছেন। তামিম ১২৫ ও রিয়াদ ১০১ রান করে স্বেচ্ছায় অবসরে গিয়েছেন।


রান করে প্রস্তুতি সেরেছেন অধিনায়ক সাকিব আল হাসান ও ইমরুল কায়েসও। ৬৭ রান করেছেন অধিনায়ক সাকিব। তবে বাংলাদেশের দিনের শেষটা ভালো হলেও শুরুটা ভালো করতে ব্যর্থ হয়।


ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে দলে ফাস্ট বোলার আলজারি জোসেফ ইনজুরি থেকে ফিরেই বল হাতে ঝলক দেখিয়েছেন। শুরুর দিকে দ্রুত বাংলাদেশের চার উইকেট শিকার করেন তিনি।



দলীয় ২২ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। লিটন দাস ২, মমিনুল হক ৭ ও নাজমুল হোসেন শান্ত ১ রান করে সাজঘরে ফিরে যান। সেখান থেকে তামিম-সাকিবের জুটিতে প্রায় ফিরে পায় বাংলাদেশের ইনিংস।


সাকিব ফিফটি করে বিদায় নিলেও উইন্ডিজদের কাজ কঠিন করে তোলে তামিম ও রিয়াদ। বড় জুটি গড়ে স্কোর বাড়াতে থাকেন এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। সেখান থেকে জোড়া সেঞ্চুরি আদায় করে নেয়ার পাশাপাশি দলকে শক্ত অবস্থানে পৌঁছে দেন তামিম ও রিয়াদ। 


সেঞ্চুরির পর এই দুই ব্যাটসম্যান স্বেচ্ছায় অবসরে গেলেও রানের চাকা সচল রাখেন ইমরুল। তার ব্যাট ভর করেই শেষের দিকে রান বেড়ে গিয়ে দাঁড়ায় চারশ রানে। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বলা চলে ব্যাটসম্যানরা নিজেদের প্রস্তুতিটা ভালোই সেরে নিল।


ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশঃ স্যাম ব্রুকস (অধিনায়ক), জাহমার হ্যামিলটন (উইকেটরক্ষক), শিমরন হ্যাটমিয়ার, শেনি মোসলে, রোমারিও শেফার্ড, ভিশাল সিং, ত্যাগনারায়ণ চন্দরপল, গুডকেশ মতি, জন ক্যাম্পবেল, আলজারি জোসেফ, কিউন হার্ডিং, ওডেন স্মিথ।


বাংলাদেশ স্কোয়াডঃ মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, লিটন দাশ, মেহেদী হাসান, মাহমুদুল্লাহ, শফিউল ইসলাম, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, নুরুল হাসান, আবু জায়েদ, নাজমুল হোসেন শান্ত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball