সাব্বির-মোসাদ্দেকের সেঞ্চুরির ম্যাচ ড্র

ছবি:

বাংলাদেশ এ দলের বিপক্ষে শ্রীলঙ্কা এ দলের তিন ম্যাচ সিরিজের প্রথম চারদিনের ম্যাচটি নিষ্প্রাণ ড্র হয়েছে। লঙ্কানদের বিপক্ষে ম্যাচের শেষ দিন নিজেদের প্রথম ইনিংসে ৪১৪ রানে অল আউট হয় বাংলাদেশ দল।
৩৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলঙ্কা এ দল। ২ উইকেট হারিয়ে ২৬২ রান তুললে দুই দলই ড্র মেনে নিয়ে মাঠ ছাড়ে। লঙ্কানদের হয়ে দ্বিতীয় ইনিংসে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার দিমুথ করুণারত্নে।
তিনি ১৬৫ বলে ১৬১ রানের ইনিংস খেলে আউট হয়েছে। তাছাড়া মিলান্থা ৩০ রান করে আউট হয়েছিলেন। ৬৭ রান করে থিরামান্নে ও প্রিয়াঞ্জান ২ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। বাংলাদেশের হয়ে ১ টি করে উইকেট নিয়েছেন নাজমুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন।
এর আগে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে টসে জিতে ব্যাটিং করতে নেমে লাহিরু থিরিমান্নের অনবদ্য সেঞ্চুরিতে ৮ উইকেটে ৪৪৯ রানের পাহাড় নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করেছিলো সফরকারী শ্রীলঙ্কা 'এ' দল। থিরিমান্নের ১৬৮ রানের ইনিংসটি ছাড়াও ব্যাট হাতে দারুণ খেলেছেন দিমুথ করুনারত্নে, চারিথ আসালাংকা এবং আশান শাম্মু।

এই তিন ব্যাটসম্যানই পেয়েছেন হাফসেঞ্চুরির দেখা। তাদের মধ্যে আসালাংকা ৯০ রান করে রান আউটের শিকার হওয়ায় সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন। অপরদিকে করুনারত্নে ৬০ এবং শাম্মু ৭০ রান করেছেন। বাংলাদেশের হয়ে খালেদ আহমেদ ৪টি এবং আবু হায়দার রনি ২টি উইকেট নেন।
জবাবে ব্যাটিং করতে নেমে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত এবং সাব্বির রহমানের জোড়া সেঞ্চুরিতে ভালোই জবাব দিয়েছে বাংলাদেশ দল। তবে নিচের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় লিড নিতে পারেনি তারা। অল আউট হয় ৪১৪ রানে।
বাংলাদেশ ‘এ’ দল:
মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), সাদমান ইসলাম, সৌম্য সরকার, মিজানুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান, রিশাদ আহমেদ, সাইফ হাসান, জাকির হোসেন, তুষার ইমরান, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি।
শ্রীলঙ্কা ‘এ’ দল একাদশঃ
লাহিরু মিলানথা, দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, আশান প্রিয়াঞ্জন, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাংকা, শাম্মু আশান, প্রবাথ জয়াসুরিয়া, নিসালা থারাকা, লক্ষ্মণ সান্দাকান, শিহান মাদুশাংকা।