আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিনের অনেক প্রাপ্তি

ছবি:

আন্তর্জাতিক ক্রিকেটে চার বছর পার করছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ক্যারিয়ারের শুরুতে বল হাতে বাংলাদেশ দলকে অনেক সাফল্য এনে দিলেও বর্তমান সময়টা ভালো যাচ্ছে না এই পেসারের।
ক্যারিয়ারের সেরা ফর্মে নেই। দল থেকেও বাদ পড়েছেন। সঙ্গে বেশ কিছুদিন থেকেই ইনজুরির সাথে লড়ছেন। তবে চার বছরের ক্যারিয়ারে অনেক কিছু পেয়েছেন বলে মনে করেন তাসকিন। মাশরাফির অধিনায়কত্বে খেলাটাও বড় একটি অর্জন এই ক্রিকেটারের।
তাসকিন বলেছেন, "প্রাপ্তি বলতে, বিশ্বকাপ খেলেছি। সব মিলিয়ে ৬৯ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। দুটি টি২০ বিশ্বকাপ খেলেছি। ২টি এশিয়া কাপ খেলেছি। যদিও স্বপ্ন আমার অনেক বড়। সামনেই বিশ্বকাপ আসছে। আশাকরি তিনটি বিশ্বকাপ খেলবো। খেলা শুরুর আগে থেকেই মাশরাফি ভাইয়ের ভক্ত আমি। উনার নেতৃত্বে আমি খেলেছি। এটা আমার জন্য বড় পাওয়া।"

২০১৪ সালে দেশের মাটিতে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে ৮ ওভার বোলিং করে মাত্র ২৮ রানে ৫ উইকেট শিকার করেন তাসকিন। একই বছর টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার আন্তর্জাতিক অভিষেক হয়।
২০১৭ সালের ২৮ মার্চ ডাম্বুলায় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাট্রিক করেন। সামনে অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে এই পেসারের। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে পাশে চান তাসকিন।
"পাঁচ উইকেট আছে, হ্যাট্রিক আছে। যদিও আমার অভিষেকটা স্বপ্নের থেকেও বেশি ছিল কখনও ভাবিনি জীবনের প্রথম ম্যাচে পাঁচ উইকেট পাবো। সামনে অনেক চ্যালেঞ্জ আছে। সবাই দোয়া করবেন।"