promotional_ad

ব্যাটিং কোচ হিসেবে কেমন ম্যাকেঞ্জি?

promotional_ad

বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিচ্ছেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার নেইল ম্যাকেঞ্জি। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে। আগামী ৭ জুলাই দলের সঙ্গে সেখানেই যোগ দেয়ার কথা রয়েছে এই দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটারের।


সাবেক লঙ্কান ক্রিকেটার থিলান সামারাবিরার বিদায়ের পর থেকেই বাংলাদেশ দলের ব্যাটিং কোচের পদটা খালি পড়ে ছিল বাংলাদেশ দলের। সেই সময় প্রধাণ কোচ চান্ডিকা হাথুরু সিংহে এই গুরু দায়িত্ব সামলেছেন। মাঝে হাই পারফরমেন্স দলের কোচ সাইমন হ্যালমট কাজ করেছেন কিছুদিন বাংলাদেশ দলের সঙ্গে।


গত বছরের শেষে হাথুরুসিংহে বাংলাদেশের দায়িত্ব ছাড়লে নতুন কোচের জন্য তোরজোড় শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রধাণ শর্ত ছিল প্রধাণ কোচকে ব্যাটিং বিশেষজ্ঞ হতে হবে। এরপরই বাংলাদেশের প্রধাণ কোচ হিসেবে যোগ দেন সাবেক ইংলিশ ক্রিকেটার স্টিভ রোডস।


তবে তার পাশাপাশি নতুন একজন ব্যাটিং কোচও খুঁজছিল বিসিবি। ম্যাকেঞ্জিতেই সেই সমস্যার সমাধান খুঁজে পেয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। ২০০০ সালে ম্যাকেঞ্জি আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন।



promotional_ad

এরপর মাঠ মাতিয়েছেন ২০০৯ সাল পর্যন্ত। ২০১৬ সাল পর্যন্ত খেলেছেন ঘরোয়া ও বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৮টি টেস্ট, ৬৪টি ওয়ানডে ও ২টি টি-২০ ম্যাচ খেলেছেন ম্যাকেঞ্জি।


ব্যাট হাতে করেছেন ৪ হাজার ৯শত ৪৮ রান। প্রথম শ্রেণীর ক্রিকেটেও প্রতিভার সাক্ষর রেখেছিলেন তিনি করেছেন ১৯ হাজার ৪১ রান। কোচিং অভিজ্ঞতা বললে দুই মেয়াদে দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছেন তিনি। 


একবার ২০১৬ সালে দায়িত্ব নিয়েছিলেন। সেবার বাংলাদেশ সফরে এসেছিলনে  দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটিং কোচ হিসেবে। তবে সেই সিরিজে তার শিষ্যরা বাংলাদেশের সাথে পেরে উঠেননি।


সেবার দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের সাথে সিরিজ হেরেছিল। এরপর চলতি বছর আবারও প্রোটিয়াদের ব্যাটিং কোচের দায়িত্ব পান তিনি। এখন দেখার বিষয় এই অভিজ্ঞতা বাংলাদেশের হয়ে কাজে লাগাতে পারেন কিনা।



ব্যাটিং কোচ হিসেবে ম্যাকেঞ্জির সবচেয়ে বড় গুণ তিনি খুব দ্রুতই খেলোয়াড়দের সাথে মিশে যেতে পারেন। বুঝতে পারেন খেলোয়াড়রা কি চায়। এবং যা প্রয়োজন সহজেই তা বুঝাতে পারেন। এই কারণেই দক্ষিণ আফ্রিকা বারবার স্মরণাপন্ন হয়েছে ম্যাকেঞ্জির।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball