ওয়েস্ট ইন্ডিজে তিন পেসার নাকি তিন স্পিনার?

ছবি:

বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট স্কোয়াডে বিশেষায়িত স্পিনার হিসেবে আছেন কেবল তাইজুল ইসলাম। পেসার আছেন চারজন, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী ও শফিউল ইসলাম। আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশের বোলিং আক্রমণ কেমন হতে পারে?
এমন প্রশ্ন অনেকের মাথাতেই ঘুরপাক খাচ্ছে। টেস্ট সিরিজে তিন স্পিনারের সঙ্গে দুই পেসার অথবা তিন পেসারের সাথে দুই স্পিনার নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ দল। সাম্প্রতিক সময়ে টেস্টে বাংলাদেশের সাফল্যে বড় অবদান রেখেছেন স্পিনাররাই।
তাছাড়া, ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের দারুণ পারফরমেন্সের নেপথ্যে ছিল সাকিব-মাহমুদুল্লাহদের দুর্দান্ত বোলিং। সেবার বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় শ্রেণীর দল খেললেও। টাইগার স্পিনারদের সামনে লড়াই করতেই পারেনি ক্যারিবিয়ানরা।
ফলে এবারও তিন স্পিনার নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ দল। অধিনায়ক সাকিব আল হাসানের সাথে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামকে। মিরাজ খেললে তার ব্যাটিংটাও বাংলাদেশ দলের জন্য বেশ সহায়ক হবে।

তিন স্পিনারের সাথে থাকতে পারেন দুই পেসার আবু জায়েদ রাহি ও অভিজ্ঞ রুবেল হোসেন। এই জায়গায় রাহীর সাথে একাদশে সুযোগ পেতে লড়তে হবে কামরুল ইসলাম রাব্বিকে। তবে, তিন স্পিনার খেলানোর সম্ভাবনা অনেক কম।
কারণ ওয়েস্ট ইন্ডিজের উইকেট বরাবরই পেস বোলিং সহায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজে বল হাতে আগুন ঝড়াচ্ছেন পেসাররা। সেন্ট লুসিয়া টেস্টেতো বল হাতে একাই ১৩ উইকেট তুলে নিয়েছেন ক্যারিবিয়ান পেসার শ্যানন গ্যাব্রিয়েল।
আর চলতি ব্রিজটাউন টেস্টে দারুণ পারফরমেন্স দেখাচ্ছেন সুরাঙ্গা লাকমল-জেসন হোল্ডাররা। ফলে বাংলাদেশও তিন পেসার নিয়ে মাঠে নামতে পারে। একাদশে থাকতে পারেন রুবেল হোসেন, আবু জায়েদ রাহী ও শফিউল ইসলাম।
আর দুই স্পিনার নিলে একাদশে সাকিবের সাথে হাত ঘুরাতে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজ অথবা তাইজুল ইসলামকে। পেস বোলিং নির্ভর অথবা স্পিন বোলিং নির্ভর যেভাবেই দল সাজাক বাংলাদেশ। বল হাতে মূল দায়িত্বটা নিতে হবে অধিনায়ক সাকিব আল হাসানকেই।
বাংলাদেশ টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, কাজী নুরুল হাসান সোহান, আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত, শফিউল ইসলাম।
স্ট্যান্ডবাই: ইয়াসিন আরাফাত, আবু হায়দার রনি, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান।