বড় দূর্ঘটনা থেকে বাঁচলেন পেরেরা

ছবি:

ব্রিজটাউনে সফরকারী শ্রীলঙ্কা স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৩ রানে অল আউট করে দিয়েছে। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৮১ রান করেছে শ্রীলঙ্কা। ক্যারিবিয়ানদের চেয়ে তারা পিছিয়ে আছে ৬৩ রানের ব্যবধানে।
ম্যাচের উত্তেজনা অনেকটাই কমে গিয়েছিল একটি দুর্ঘটনায়। লঙ্কান তারকা কুশল পেরেরা সীমানার কাছে একটি ক্যাচ ধরতে গিয়ে গুরুতর ভাবে আহত হন। তার অবস্থা বেগতিক দেখে মাঠে অ্যাম্বুলেন্স ডাকা হয়।
হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা অবশ্য জানিয়েছেন তার চোট গুরুতর নয়। ঘটনাটি ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ২৯ তম ওভারে। লঙ্কান বোলার দিলরুয়ান পেরেরার বলে লং অনে ভাসিয়ে খেলেন শ্যানন গ্যাব্রিয়েল।

সেখানে ফিল্ডিং করছিলেন কুশল পেরেরা। বলটি ক্যাচ ধরতে ঝাপিয়ে পড়েন তিনি। এক হাতে প্রায় নিয়েই ফেলেছিলেন ক্যাচটি। কিন্তু যে গতিতে তিনি ছুটে এসেছিলেন, তা আর সামলাতে পারলেন না।
বাউন্ডারি লাইনের বাইরে বিজ্ঞাপন বোর্ডের ওপর হুড়মুড়িয়ে পড়ে যান তিনি। পড়ে গিয়ে অনেক ব্যাথা পান এই ক্রিকেটার। সাথে সাথেই লঙ্কান দলের ক্রিকেটাররা ছুটে আসেন। সঙ্গে আসেন ফিজিও।
তারপর মাঠে অ্যাম্বুলেন্স ডাকা হয়। আর এটাতে করেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শ্রীলঙ্কার টিম ম্যানেজার আশঙ্কা গুরুসিহে জানিয়েছেন শঙ্কামুক্ত এই লঙ্কান ক্রিকেটার।
"তিনি মারাত্মক আঘাত থেকে আশঙ্কা মুক্ত। তবে সিদ্ধান্ত নেয়ার আগে আগামীকাল সকালে তাকে আমরা দেখতে চাই। সে খুবই ভীত"