promotional_ad

দুই মাস পর পূর্ণ রান আপে বোলিং করলেন মাশরাফি

promotional_ad

বেশ অনেক দিন থেকেই খেলার বাইরে টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সর্বশেষ গত জানুয়ারিতে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। 


দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে থাকলেও এর মাঝে টুকটাক অনুশীলন চালিয়ে গিয়েছেন নড়াইল এক্সপ্রেস। যদিও পুরো রান আপে বোলিং করেননি এতদিন।


তবে আজ মঙ্গলবার দীর্ঘ দুই মাস পর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের অ্যাকাডেমি মাঠে পূর্ণ রান আপে বোলিং করতে দেখা গিয়েছে ম্যাশকে। 



promotional_ad

এদিন বেশ অনেকটা সময় নিয়েই অনুশীলন করেছেন তিনি। বোলিংও করেছেন পুরোদমে। মোট চার ওভার বোলিং করেছেন তিনি। দুই ওভার বোলিংয়ের পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাকি দুই ওভার করেন মাশরাফি।  


যেখানে দুই ওভার বাঁহাতি এবং বাকি দুই ওভার ডানহাতি ব্যাটসম্যানদের কথা মাথায় রেখে বল করেছেন নড়াইল এক্সপ্রেস। টাইগার অধিনায়কের বোলিং দেখে বোঝাই যাচ্ছে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে দলকে সাফল্য এনে দিতে বেশ মরিয়া তিনি।  


অবশ্য নিজেকে প্রস্তুত করার জন্য আরো কিছুদিন সময় পাচ্ছেন মাশরাফি। কেননা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী মাসের ২২ তারিখে প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। 



টেস্ট কিংবা টি টুয়েন্টি না খেলার কারণে মাশরাফির হাতে তাই বেশ খানিকটা সময় থাকছে বোলিংকে শাণিত করে নেয়ার। এখন দেখার বিষয় ক্যারিবিয়ান দ্বিপপুঞ্জে ম্যাশ তাঁর কারিশমা কতটা দেখাতে পারেন। 


উল্লেখ্য ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে ২৫ এবং ২৮ জুলাইয়ে। এই সিরিজের পর তিন ম্যাচ টি টুয়েন্টি সিরিজে অংশ নিবে টাইগাররা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball