promotional_ad

বৃষ্টির পর মাঠে নেমেই বিপদে শ্রীলঙ্কা

promotional_ad

বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৬৬ রান সংগ্রহ করেছিলো সফরকারী শ্রীলঙ্কা 'এ' দল। এরপর বিরতি শেষে মাঠে নেমেই নিজের প্রথম হাফসেঞ্চুরি তুলে নেন লঙ্কানদের অধিনায়ক দিমুথ করুনারত্নে।


পরবর্তীতে নিজের ইনিংসটি বড় করার লক্ষ্য নিয়ে এগোতে থাকেন লঙ্কান দলপতি। কিন্তু ব্যক্তিগত ৬০ রানে ডানহাতি মিডিয়াম পেসার খালেদ আহমেদের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। দলীয় ৯৭ রানের মাথায় তাঁকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন খালেদ।


তবে করুনারত্নের ফিরলেও দারুণ দায়িত্বশীল ব্যাটিং করে হাফসেঞ্চুরি তুলে নেন ২৮ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নেও। আশান প্রিয়াঞ্জনকে সাথে নিয়ে দলকে ১৪২ রান পর্যন্ত নিয়ে যান তিনি। এরপর বৃষ্টি হানা দিলে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে।


পরবর্তীতে খেলা শুরু হওয়ার পর আবারো ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়তে হয় সফরকারীদের। স্কোরবোর্ডে মাত্র এক রান যোগ করার পরেই ২৩ রান করা প্রিয়াঞ্জনাকে জাকির হাসানের হাতে ক্যাচ বানিয়ে আউট করেন টাইগার পেসার আবু হায়দার রনি।   



promotional_ad

টিকতে পারেননি নতুন ক্রিজে আসা সাদিরা সামারাবিক্রমাও। মাত্র ২ রান করে খালেদ আহমেদের বলে এলবিডব্লিউয়ের শিকার হন তিনি। আর এরই সাথে তিনটি উইকেট নিজের করে নেন ২৫ বছর বয়সী এই ডানহাতি পেসার।   


সামারাবিক্রমা ফেরায় এই রিপোর্ট লেখা পর্যন্ত লঙ্কানদের স্কোর দাঁড়িয়েছে ৪ উইকেটে ১৪৬ রান। ক্রিজে এখনও ৫৪ রানে অপরাজিত আছেন লাহিরু থিরিমান্নে। আর তাঁর সঙ্গী হিসেবে ব্যাট করছেন চারিথ আসালাংকা।


এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত এই ম্যাচে খেলতে নেমে বল হাতে ভালো শুরু পেয়েছিলেন বাংলাদেশ 'এ' দলের পেসার খালেদ আহমেদ। এদিন সকালে টসে জিতে ব্যাটিং করতে নেমেই খালেদের দারুণ বোলিংয়ে ১২ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে বসেছিলো সফরকারীরা। 


৪ রান করা লঙ্কান ওপেনার লাহিরু মিলানথাকে উইকেটরক্ষক জাকির হাসানের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠান তিনি। তবে এরপরই অধিনায়ক করুনারত্নের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। লাহিরু থিরিমান্নেকে সাথে নিয়ে দলকে দলীয় পঞ্চাশও পার করান তিনি। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৪২ রান নিয়ে অপরাজিত ছিলেন এই লঙ্কান অধিনায়ক।



উল্লেখ্য আজকের ম্যাচটি কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সেটি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্থানান্তর করা হয়েছে। 


বাংলাদেশ ‘এ’ দল:
মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), সাদমান ইসলাম, সৌম্য সরকার, মিজানুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান, রিশাদ আহমেদ, সাইফ হাসান, জাকির হোসেন, তুষার ইমরান, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি।


শ্রীলঙ্কা ‘এ’ দল একাদশঃ
লাহিরু মিলানথা, দিমুথ করুনাত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, আশান প্রিয়াঞ্জন, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাংকা, শাম্মু আশান, প্রবাথ জয়াসুরিয়া, নিসালা থারাকা, লক্ষ্মণ সান্দাকান, শিহান মাদুশাংকা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball