টেইলর-রাজাদের ছাড়াই স্কোয়াড ঘোষণা জিম্বাবুয়ের

ছবি:

পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য ১৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। দলে জায়গা হয়নি ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, গ্রায়েম ক্রেমার, শেন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনের।
শীর্ষ এই পাঁচ তারকাকে ছাড়াই সংক্ষিপ্ত ফরম্যাটের শীর্ষ দুই দল অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মোকাবেলা করবে জিম্বাবুয়ে। উইলিয়ামস, আরভিন ও রাজা কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলবেন।
মূলত বেতন-ভাতা নিয়ে বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব চলায় আসন্ন এই সিরিজের দল থেকে বাদ দেয়া শীর্ষ এই তারকাদের। বেতন-ভাতা আদায়ের লক্ষ্যে টেইলর খেলোয়াড়দের একটি সংগঠন করার চেষ্টা করেছেন। এ কারণেই টেইলরের উপর ক্ষুদ্ধ জিম্বাবুইয়ান ক্রিকেট বোর্ড।
প্রাথমিক স্কোয়াড ঘোষণার আগেই তারা বোর্ডকে জানিয়ে রেখেছিলেন জুলাই এর মধ্যে যদি তাদের বকেয়া বেতন-ভাতা ও ম্যাচ ফি না দেওয়া হয় তাহলে তারা ত্রিদেশীয় সিরিজ বর্জন করবেন। ফলে তাদের ছাড়াই প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল জিম্বাবুয়ে।

এবার চূড়ান্ত স্কোয়াডেও তাদের রাখা হলো না। তবে, জিম্বাবুয়ের স্কোয়াডে রাখা হয়েছে এলটন চিগম্বুরা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, কাইল জারভিস, ক্রিস এমপফুর মতো তারকাদের।
ইএসপিএন ক্রিকইনফোর তথ্য মতে চূড়ান্ত স্কোয়াডে থাকা সব ক্রিকেটার ত্রিদেশীয় সিরিজটিতে হয়তো খেলবে না এবং আগামী কয়েকদিনের মধ্যে আরো কিছু ক্রিকেটার তাদের নাম প্রত্যাহার করে নিতে পারে।
এদিকে আগামী ১ জুলাই জিম্বাবুয়ে ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে এই ত্রিদেশীয় সিরিজের পর্দ উঠবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। এরপর ২ জুলাই মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
৩ জুলাই মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে। ৪ জুলাই জিম্বাবুয়ের প্রতিদ্বন্দ্বিতা করবে পাকিস্তান। ৫ জুলাই আবার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। আর ৬ জুলাই জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্বের খেলা। ৮ জুলাই এই তৃদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে।
ত্রিদেশীয় সিরিজের জিম্বাবুয়ে দলঃ চেফাস ঝুয়াও, চামু চিবাবা, ব্রায়ান চারি, তারাইসাই মাসাকান্দা, ম্যালকম ওয়ালার, পি জে মুর, তেন্ডাই চিসোরো, কাইল জার্ভিস, ব্র্যান্ডন মাভুতা, ব্লেসিং মুজারাবানি, ক্রিস এমপফু, রায়ান ব্রুল, সলোমন মিরে, হ্যামিল্টন মাসাকাদজা, ওয়েলিংটন মাসাকাদজা, এলটন চিগুম্বুরা, রায়ান মারে।