ফিরছেন তুষার ইমরান

ছবি:

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের তারকা ব্যাটসম্যান তুষার ইমরান। জাতীয় দলের হয়ে সবশেষ টেস্ট খেলেছেন ২০০৭ সালে। সেই বছরই লাল সবুজের জার্সি গায়ে শেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি।
এর পর থেকেই জাতীয় দলে ব্রাত্য এই ক্রিকেটার। তবে আশা হারাননি। ঘরোয়া ক্রিকেটের প্রায় প্রতিটি আসরেই ব্যাট হাতে রান করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এই দুর্দান্ত ফর্মের কারণেই শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের সিরিজে ডাক পেয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন ম্যাচ সিরিজের প্রথম চারদিনের টেস্ট ম্যাচেই মাঠে নামছেন এই তারকা। ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে সকাল সাড়ে ৯ টায়।

এদিকে, বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সব শেষ আসরে ব্যাট হাতে ৯০.৬২ গড়ে ৭২৫ রান করেছেন তুষার ইমরান। আছে তিনটি অর্ধশতক আর চারটি শতক। এমন পারফরমেন্সই তার এ দলের দরজা খুলে দিয়েছে।
প্রথমে সিরিজের প্রথম চারদিনের ম্যাচের জন্য ভেন্যু ঘোষণা করা হয়েছিল কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামকে। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় কক্সবাজার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সরিয়ে নেয়া হয়েছে ভেন্যু।
সিরিজের দ্বিতীয় ম্যাচটি আবার কক্সবাজারের ভেন্যুতেই অনুষ্ঠিত হবে। তৃতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। তাছাড়া, ওয়ানডে সিরিজও অনুষ্ঠিত হবে সিলেটের মাটিতে।
বাংলাদেশ ‘এ’ দল: সৌম্য সরকার, সাদমান ইসলাম, মিজানুর রহমান, আফিফ হোসেন, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন, নাঈম হাসান, রিশাদ আহমেদ, সাইফ হাসান, জাকির হোসেন, তুষার ইমরান, নাজমুল ইসলাম, আবু হায়দার ও মোসাদ্দেক হোসেন (অধিনায়ক)।
শ্রীলঙ্কা ‘এ’ দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, সাদিরা সামারাবিক্রমা, লাহিরু থিরিমান্নে, আশান প্রিয়াঞ্জন, চারিথ আসালাঙ্কা, দাসুন শানাকা, শাম্মু আশান, মনোজ শরথচন্দ্র, প্রবাথ জয়সুরিয়া, লাকশান সান্দাকান, নিশান পেইরিস, শিহান মাদুশাঙ্কা, নিসালা থারাকা ও দিলেশ গুনারত্নে।